OnePlus 13 TENAA Listing: কাল লঞ্চের আগেই ওয়ানপ্লাস ১৩ ফোনের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস, সিলিকন কার্বন ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা
OnePlus 13 TENAA Listing - ওয়ানপ্লাস ১৩ আগামীকালই (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চীনা বাজারে লঞ্চ হতে চলেছে। ডিভাইসটিকে ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) ও আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক ডেটাবেসের পাশাপাশি চীনের ৩সি (3C) সহ বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।
আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা! OnePlus 13 আগামীকালই (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চীনা বাজারে লঞ্চ হতে চলেছে। ডিভাইসটিকে ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) ও আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক ডেটাবেসের পাশাপাশি চীনের ৩সি (3C) সহ বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন ওয়ানপ্লাস ১৩ চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন এজেন্সির কাছ থেকে অনুমোদন পেয়েছে, যা এর মূল বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করেছে৷ চলুন তাহলে লঞ্চের আগে জেনে নেওয়া যাক ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসটি কি কি অফার করতে চলেছে।
ওয়ানপ্লাস ১৩ ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
পিজেজেড১১০ মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১৩ চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুসারে, ফোনটিতে ৬.৮২ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে। এই ডিসপ্লে ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেলের ২কে রেজোলিউশন অফার করবে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, স্ক্রিনে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ (ColorOS 15) কাস্টম স্কিনে চলবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত, ওয়ানপ্লাস ১৩ হ্যান্ডসেটটি ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি সহ বিভিন্ন র্যাম বিকল্প অফার করবে। এছাড়া, ডিভাইসটিতে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস ১৩ ফোনটি ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারির সাথে আসবে, যার ওজন ২১৩ গ্রাম হবে। এই উল্লেখযোগ্য ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৮০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ওয়ানপ্লাস ১৩ ফোনের পরিমাপ হল ১৬২ x ৭৬.৫ x ৮.৫ মিলিমিটার, বড় ব্যাটারির আকারের কারণে এটিকে মজবুত এবং সামান্য ভারী ডিভাইস করে তুলেছে।
ক্যামেরার ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১৩ ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আশা করা হচ্ছে যে, হ্যাসেলব্লাড (Hasselblad) এই ক্যামেরাগুলির জন্য অপ্টিমাইজেশন অফার করবে এবং ছবির গুণমান উন্নত করবে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ডিভাইসটি একটি আইআর ব্লাস্টার, একটি বহুমুখী নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি আপগ্রেডেড ভাইব্রেশন মোটর এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের মতো বৈশিষ্ট্যগুলিও অফার করবে৷ ওয়ানপ্লাস ইতিমধ্যেই প্রকাশ করেছে যে ওয়ানপ্লাস ১৩ ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনগুলিতে পাওয়া যাবে। এছাড়াও, কোম্পানি কাস্টম-মেড কেস অফার করবে, যা ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।