সস্তায় ভালো 5G ফোন চাই? Amazon থেকে অর্ডার দিন এই 10টি মডেলের কোনো একটি, দাম 8,499 টাকা থেকে শুরু
আপনার কি এখন নিজের জন্য বা কাউকে উপহার দিতে একটি নতুন তথা 5G ফোন কেনার পরিকল্পনা আছে? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য আজ রয়েছে মন ভালো করে দেওয়া খবর! আসলে দিন কয়েক আগে Amazon Great Summer Sale শেষ হলেও, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি এই মুহূর্তে অনেক ব্র্যান্ডেড 5G স্মার্টফোন কম দামে কেনার সুযোগ দিচ্ছে। সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য আমরা এরকম সেরা ১০টি হ্যান্ডসেটের লিস্ট নিয়ে হাজির হয়েছি, যেগুলি আপনি ১২ হাজার টাকার কমে কিনে 128GB মেমরি, বিশাল ব্যাটারি, 50MP ক্যামেরার মতো ফিচার উপভোগ করতে পারবেন।
কম দামে সেরা, Amazon থেকে কিনতে পারেন এই ১০টি 5G ফোন
১. Poco M6 5G: এই ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন অ্যামাজনে ৯,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার কাজে লাগালে এটির দাম পড়বে ৮,৪৯৯ টাকা।
এতে গরিলা গ্লাস ৩ প্রোটেকশনের সাথে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে।
২. Nokia G42 5G: অ্যামাজনে এর ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম ৯,৪৯৯ টাকা।
এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর, ২০ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।
৩. Poco M6 Pro 5G: অ্যামাজনের তালিকা অনুযায়ী ফোনটির দাম ৯,৪৯৯ টাকা।
এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৯ ইঞ্চি ফুলএইচডি+ অ্যাডাপ্টিভ-সিঙ্ক্ এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট বর্তমান।
৪. Redmi 13C 5G: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটিও এখন ১০,৪৯৯ টাকার বদলে ৯,৪৯৯ টাকায় উপলব্ধ।
গত ডিসেম্বরে লঞ্চ হওয়া এই রেডমি ফোনটিতে ৪৫০ নিটস পিক ব্রাইটনেস ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার পাবেন।
৫. Lava Blaze 5G: বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ায় এই ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৯,৭৯৯ টাকা।
এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম।
৬. Samsung Galaxy M14 5G: এই ফোনের ৬ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ৯,৯৯৯ টাকা দিয়ে হাতে পেয়ে যাবেন।
ফিচার বলতে স্মার্টফোনটিতে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র্যাম, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
৭. Redmi 12 5G: এই ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ১০,৭৪৯ টাকা দিয়ে কেনা যাবে।
এটি গরিলা গ্লাস ৩ প্রোটেকশনের ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে দেয়।
৮. Lava Strom 5G: এটি ১১,৮৯৯ টাকায় কেনা যাবে।
এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৭০ প্রসেসর, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।
৯. iQOO Z6 Lite 5G: বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১১,৯৯৯ টাকা।
এতে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার।
১০. Realme Narzo 70x 5G: এই বাজেট ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১১,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
এতে আছে ১২০ হার্টজ ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার।