জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, সস্তা DOOGEE S89 Pro ও DOOGEE S61 রাগড স্মার্টফোন বাজারে এল

Update: 2022-07-26 14:10 GMT

বাজেট রেঞ্জে রাগড ডিভাইস নির্মাণের জন্য বিখ্যাত ব্র্যান্ড ডুগি (DOOGEE) আজ (২৬ জুলাই) একটি বিশাল পণ্য সম্ভার লঞ্চ করেছে, যার মধ্যে বহুল প্রত্যাশিত DOOGEE S89 Pro রাগড ফোন, S61 ও X97 স্মার্টফোন সিরিজের পাশাপাশি D11 এবং D09 স্মার্টওয়াচগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। আজ রিটেইল ওয়েবসাইট অ্যালিএক্সপ্রেস ( AliExpress)-এর মাধ্যমে বিশাল ডিসকাউন্ট সহ ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছে। তবে উল্লেযোগ্যভাবে, এই ওয়ার্ল্ড প্রিমিয়ার ডিলটি ২৯ জুলাই পর্যন্ত স্থায়ী হবে। চলুন ডুগির এই নয়া প্রোডাক্টগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য DOOGEE S89 Pro ও DOOGEE S61 লাইনআপটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

ডুগি এস৮৯ প্রো-এর মূল্য ও স্পেসিফিকেশন (DOOGEE S89 Pro Price and Specifications)

আজকে ডুগির লঞ্চ ইভেন্টের মূল আকর্ষণ ছিল ডুগি এস৮৯ প্রো। ফিউচারিস্টিক ডিজাইন এবং উন্নত ফিচার এই ফোনটিকে সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত করে তুলেছে, যারা অধিকাংশ সময় বাড়ির বাইরে কাটান। এই হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ৩১৯ ডলার (প্রায় ২৫,৫০০ টাকা), তবে, রিটেইল ওয়েবসাইট অ্যালিএক্সপ্রেস (AliExpress)-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার ডিলের অধীনে এটি শুধুমাত্র ২৬৯ ডলারে (প্রায় ২১,৫০০ টাকা) পাওয়া যাবে। এছাড়াও, কিছু ভাগ্যবান ক্রেতা একটি অতিরিক্ত ৩০ ডলার (প্রায় ২,৪০০ টাকা)-এর ডিসকাউন্ট কুপন পাবেন, যার ফলে এই ফোনটি মাত্র ২৩৯ ডলার (প্রায় ১৯,১০০ টাকা)-এ কেনা যাবে। তবে মনে রাখতে হবে, এই ডিলটি ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্তই উপলব্ধ। এছাড়াও, আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে পারবেন।

স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, DOOGEE S89 Pro-এ ৬.৩ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। রাগড ফোনটি আইপি৬৮/৬৯কে এবং লেটেস্ট MIL-STD-810H সার্টিফিকেশনের সাথে এসেছে, যা এটিকে জল, ধুলো এবং শক প্রতিরোধী করে তুলেছে। এমনকি সম্পূর্ণভাবে জলে ডুবে গেলেও এর কোনও ক্ষতি হবে না।

তবে, DOOGEE S89 Pro-এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারটি হল এর রোবট-আকৃতির ক্যামেরা বাম্প, যার মধ্যে আরজিবি আলো-নিঃসরণকারী আই রয়েছে। আরজিবি ফাংশনের সাহায্যে, ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী আলোর প্যাটার্ন, গতি এবং কালারগুলি প্রিসেট করতে পারবেন। এছাড়াও, ফোন কল, নোটিফিকেশন, ভয়েস কমান্ড ইত্যাদির জন্য আলাদা কালার সেট করা যাবে৷ এই লাইটিং ফাংশনের সেরা অংশ হল, এটির মিউজিকের সাথে সিঙ্ক্রোনাইজ করার ক্ষমতা যা হ্যান্ডসেটটিকে হাতের তালুতে একটি মিনি ডিস্কোর মতো মনে হবে৷ উন্নত পারফরম্যান্সের জন্য, DOOGEE S89 Pro-এ মিডিয়াটেক হেলিও পি৯০ চিপসেট রয়েছে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। তবে ফোনের স্টোরেজটি ৫১২ জিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, DOOGEE S89 Pro-এর রোবট-আকৃতির ক্যামেরা বাম্পের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের সনি প্রাইমারি সেন্সর, ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সরটি উপস্থিত রয়েছে। সেলফির জন্য, এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই রাগড ফোনটি ১২,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডুগি এস৬১ সিরিজ-এর মূল্য ও স্পেসিফিকেশন (DOOGEE S61 Price and Specifications)

ডুগি এস৬১ হল একটি এন্ট্রি-লেভেল বাজেট স্মার্টফোন সিরিজ, যার মধ্যে স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই লাইনআপের ডিভাইসগুলির হাইলাইট হল ডিজাইন, কেননা এর ব্যাক কভারটি সরানো এবং রিপ্লেস করা সম্ভব। এই ডিভাইসটি চারটি অভিনব ব্যাক কেসের সাথে এসেছে, এগুলি হল-এজি ফ্রস্ট, কার্বন ফাইবার, উড গ্রেন এবং ট্রান্সপারেন্ট কেস। ব্যবহারকারীরা নিজেদের মুড এবং প্রয়োজন অনুযায়ী, এই ব্যাক কভার পরিবর্তন করতে পারবেন।

উল্লেখ্য, DOOGEE S61 ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অ্যালিএক্সপ্রেস (AliExpress) এবং ডুগিমল (Doogeemall)-এ ১০৯ ডলার (প্রায় ৮,৭০০ টাকা) ডিসকাউন্টেড মূল্যে পাওয়া যাবে। তবে এই দামগুলি অঞ্চল-ভিত্তিক এবং গ্রাহকের শিপিং এরিয়া, ওয়্যারহাউস এবং আঞ্চলিক ট্যাক্সের ওপর ভিত্তি করে এর চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে।

Tags:    

Similar News