স্মার্টফোনের পর এবার দুর্দান্ত ওয়াটারপ্রুফ ফিচার ফোন আনছে HMD, ফাঁস হল ছবি
এইচএমডি বাজারে আনছে নতুন ফিচার ফোন, এইচএমডি ২২৫ ৪জি। এটি কিছুমাস আগে লঞ্চ হওয়া নোকিয়া ২২৫ ৪জি হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। লঞ্চের আগে ফাঁস হয়েছে এর রেন্ডার ও স্পেসিফিকেশন।
সম্প্রতি ভারতের বাজারে এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ফোনগুলি লঞ্চ করার পরে, ফিনল্যান্ডের সংস্থাটি ৪জি নেটওয়ার্ক ক্ষমতা সহ একটি নতুন ফিচার ফোনে কাজ করছে বলে জানা গেছে। আসন্ন এই হ্যান্ডসেটটি হল এইচএমডি ২২৫ ৪জি৷ এখন এক টিপস্টার এই ফোনটির রেন্ডার এবং মূল স্পেসিফিকেশন শেয়ার করেছে। এটি দেখিয়েছে যে ফোনটি আগে থেকেই বিদ্যমান নোকিয়া ২২৫ ৪জি হ্যান্ডসেটের মতো হবে, যা গত মে মাসে আত্মপ্রকাশ করেছিল।
এইচএমডি ২২৫ ৪জি শীঘ্রই লঞ্চ হতে পারে বাজারে
টিপস্টার এইচএমডি মিম-এর এক্স (আগে টুইটার নামে পরিচিত) পোস্ট অনুসারে, এইচএমডি ২২৫ ৪জি ফোনে নোকিয়া ২২৫ ৪জি মডেলের মতো একটি অভিন্ন ডিজাইন রয়েছে, আর ফোনের সামনে একটি স্ক্রিন এবং নীচে একটি কীপ্যাড বিদ্যমান৷ ডিভাইসটির পিছনে একটিমাত্র রিয়ার ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ এবং এইচএমডি ব্র্যান্ডিং দেখা গেছে। ফিচার ফোনটি ব্লু, পিঙ্ক এবং গ্রিন কালারে পাওয়া যাবে।
হ্যান্ডসেটটি ৪০০ নিট পিক ব্রাইটনেস সহ ২.৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। কল করার জন্য ফোনের ওপরে একটি ইয়ারপিস আছে। এটি নোকিয়া ২২৫ ৪জি ফোনের মতোই। রিপোর্ট থেকে জানা গেছে যে, ফোনটি ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ফিচার ফোনগুলির জন্য যথেষ্ট মানসম্মত। নোকিয়া ২২৫ মডেলেও একই চিপসেট রয়েছে।
এইচএমডি ২২৫ ৪জি ফোনের প্রাইমারি ক্যামেরাটি একটি ২ মেগাপিক্সেলের সেন্সর এবং এটি এইচডি ভিডিও ক্যাপচার করতে সক্ষম। ফোনটি ১,৪৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে এবং এটিকে ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। হ্যান্ডসেটটির কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.০, ৪জি এলটিই, ডুয়েল সিম, এফএম রেডিও এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। জল প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি৫২ রেটিং থাকবে।
আগেই উল্লেখ করা হয়েছে যে, এইচএমডি ২২৫ ৪জি ফোনের ডিজাইনটি প্রায় নোকিয়া ২২৫ ফোনের মতো, তাই মনে করা হচ্ছে যে এটি একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে৷ কোম্পানিটি সম্প্রতি নোকিয়া ব্র্যান্ডের অধীনে নোকিয়া ২১৫ ৪জি, নোকিয়া ২২৫ ৪জি এবং নোকিয়া ২৩৫ ৪জি - এই তিনটি ফিচার ফোন লঞ্চ করেছে। এই সমস্ত মডেলেই একই ইউনিসক টি১০৭ চিপসেট এবং এস৩০ প্লাস ওএস রয়েছে।
তবে এটা প্রথমবার নয় যখন এইচএমডি নোকিয়া ফোনের রিব্র্যান্ড করেছে। এর আগে এইচএমডি ১০৫ লঞ্চ করেছিল। মে মাসে কোম্পানিটি এইচএমডি এক্সআর২১ লঞ্চ করেছিল, যা গত বছর বাজারে আসা নোকিয়া এক্সআর২১ ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ। এইচএমডি ২২৫ ৪জি ফোনের লঞ্চের টাইমলাইন বা দামের বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে আগামী দিনে ডিভাইসটির সর্ম্পকে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা যায়।