Amazon-এ মাত্র 7299 টাকায় মিলছে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজের ফোন, না কিনলে চরম লস!

Update: 2024-02-06 12:06 GMT

এখনকার দিনে কেউই যাহোক একটা ফোন কিনে ক্ষান্ত থাকেননা, বরঞ্চ নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে সবারই চাই ভালো ফিচার। কিন্তু আবার ভালো ফিচার ব্যবহার করতে হলে খরচ করতে হয় মোটা টাকাও। সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে খুব কম বাজেটে একটি স্মার্টফোন কিনে শক্তিশালী পারফরম্যান্স পেতে চান, তবে Amazon India-র একটি অফারের হদিশ রইল কেবল আপনারই জন্য! আসলে এই মুহূর্তে বিশাল স্টোরেজ এবং ব্যাটারিওয়ালা itel A70 ফোনটি ৭ হাজার টাকার কাছাকাছি দামে কেনার সুযোগ মিলছে। এমন অফার মিস করলে পরে পস্তাতে হতে পারে। আসুন, এখন দেখে নিই itel A70 ফোনটি Amazon কত দামে কেনার সুযোগ দিচ্ছে এবং এতে কী কী ফিচার আছে…

itel A70 পাওয়া যাচ্ছে বিপুল ছাড়ে, দাম দেখে নিন

আইটেল এ৭০ ফোনের ১২ জিবি র‍্যাম (৪ জিবি ইনস্টলড্ র‍্যাম এবং মেমরি ফিউশন ফিচারসহ) এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১০,৯৯৯ টাকা, তবে অ্যামাজনের অফারে এখন এটি মাত্র ৭,২৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারে আরও খানিকটা ছাড় পাওয়া যাবে। মিলবে ৩৩০ টাকার ইএমআই স্কিমের সুবিধাও।

একইভাবে এক্সচেঞ্জ অফারে, আপনি এই ফোনের দাম ৬,৪০০ টাকা পর্যন্ত কমাতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন যে, পুরোনো ফোনের বিনিময়ে যে ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে সেটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড/মডেল এবং কোম্পানির পলিসির উপর।

itel A70 ফোনের স্পেসিফিকেশন

আইটেল এ৭০ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০ নিটস পিক ব্রাইটনেস লেভেলযুক্ত ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১৬১২×৭২০ পিক্সেল) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬০৩ প্রসেসর, যার সাথে ৪ জিবি ইনবিল্ট র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এছাড়া এতে র‍্যাম প্লাস ফিচার এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টিবি মেমরি বাড়ানোর অপশন থাকছে। সাথে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারিও। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। আবার ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পাবেন।

Tags:    

Similar News