Lava Blaze Pro সবচেয়ে কম দামে ৭ জিবি র্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল
চীনা সংস্থাগুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য দেশীয় টেক ব্র্যান্ড Lava আজ অর্থাৎ ২০ই সেপ্টেম্বর ভারতের বাজারে একটি নতুন বাজেট-রেঞ্জের 4G স্মার্টফোন উন্মোচন করলো। সদ্য আগত Lava Blaze Pro স্মার্টফোনকে বিদ্যমান Lava Blaze -এর উত্তরসূরি হিসাবে নিয়ে আসা হয়েছে। আর ফিচার হিসাবে এই এতে - HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট, ৪ জিবি র্যাম, ৫০-মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। আবার নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার বিদ্যমান থাকছে। এছাড়া, আলোচ্য মডেলটি চারটি আকর্ষণীয় কালার বিকল্পের সাথেও এসেছে। প্রসঙ্গত, ভারতীয় গ্রাহক-বেসকে আকৃষ্ট করার জন্য জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে মোবাইল সেগমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিয়েছে সংস্থাটি এবং তার হাত দিয়েই আজ এই নতুন স্মার্টফোনকে অফিসিয়াল করা হয় এদেশে৷ চলুন Lava Blaze Pro স্মার্টফোনের দাম ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…
লাভা ব্লেজ প্রো -এর দাম (Lava Blaze Pro price)
ভারতে লাভা ব্লেজ প্রো স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা রাখা হয়েছে। তবে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ যুক্ত একটি বেস ভ্যারিয়েন্টও নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে, যেটির দাম এখনো প্রকাশ করা হয়নি। লভ্যতার কথা বললে, এটিকে - গ্লাস গ্রীন, গ্লাস অরেঞ্জ, গ্লাস ব্লু এবং গ্লাস গোল্ড কালার অপশনে সংস্থা অফিসিয়াল অনলাইন স্টোরের মাধ্যমে পাওয়া যাবে। এদেশে লাভা ব্লেজ প্রো ফোনের 'ফার্স্ট সেল' তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করেনি লাভা।
লাভা ব্লেজ প্রো -এর স্পেসিফিকেশন ও ফিচার (Lava Blaze Pro Specifications and Features)
ডুয়েল সিমের লাভা ব্লেজ প্রো স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) 2.5D কার্ভড IPS ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ-স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন পাওয়া যাবে। এটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। যদিও সংস্থার বিবৃতি অনুসারে, এটি ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Lava Blaze Pro স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। এছাড়া একটি ম্যাক্রো এবং একটি পোর্ট্রেট রিয়ার সেন্সরও অন্তর্ভুক্ত থাকছে এই ক্যামেরা সেটআপে। প্রসঙ্গত এই মুখ্য রিয়ার সেন্সরটি - ৬এক্স জুম, বিউটি মোড, এইচডিআর মোড, নাইট মোড, প্যানোরামা মোড সমর্থন করে। এমনকি এই রিয়ার ক্যামেরাগুলি ব্যবহার করে QR কোড স্ক্যান করাও সম্ভব, বলেও জানিয়েছে লাভা। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আলোচ্য মডেলে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে - 4G LTE, ব্লুটুথ ভি৫.০, ওয়াই-ফাই, জিপিএস, OTG, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক পাওয়া যাবে। আবার নিরাপত্তার জন্য এই হ্যান্ডসেটে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার মিলবে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য নতুন Lava Blaze Pro -তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টার মাধ্যমে ১০ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।