মার্ভেলপ্রেমীদের জন্য HMD আনছে বিশেষ ফোন, কেমন হবে Fusion Venom এডিশন

Update: 2024-10-23 17:49 GMT

মার্ভেলের (Marvel) সঙ্গে হাত মিলিয়ে Venom থিম যুক্ত স্পেশাল এডিশন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global)। কোম্পানির মডিউলার মোবাইল ফোন, Fusion এর নয়া এডিশন হিসাবে আগমন ঘটছে মডেলটির। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে 'আল্টিমেট সিমবায়োটিক ফোন'। এতে স্ট্যান্ডার্ড মডেলের স্পেসিফিকেশন থাকবে, তবে বিশেষত্ব হিসাবে দেখা যাবে ভিনম থেকে অনুপ্রাণিত ডিজাইন।

এইচএমডি গ্লোবাল আনছে ভিনম থিমের ফোন

'ভিনম: দ্য লাস্ট ডান্স' ছবিটি মুক্তির আগেই এই স্পেশাল এডিশন ফোনের ব্যাপারে জানানো হয়েছে। স্ট্যান্ডার্ড এইচএমডি ফিউশন মডেলটি গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করেছিল। এতে ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ১০৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। মডুলার ডিজাইন থাকার ফলে ডিসপ্লে, ব্যাক কভার, চার্জিং পোর্ট এবং ব্যাটারির মতো পরিবর্তনযোগ্য অংশগুলি সহ সহজে মেরামত এবং কাস্টমাইজেশনের সুবিধা পাওয়া যায়।

আবার ফোনটিতে স্মার্ট আউটফিট ও ইন্টারচেঞ্জেবল কেস রয়েছে, যা রিং লাইট বা ওয়্যারলেস চার্জিংয়ের মতো অ্যাক্সেসরিজ যুক্ত করার অনুমতি দেয়। ভিনম থিমের এই স্পেশাল এডিশন স্মার্টফোন ছবিটি মুক্তির দিনে বাজারে আসতে পারে, যা হল ২৫ অক্টোবর। এতে মার্ভেলের অ্যান্টি-হিরোর চরিত্রের দিকগুলি প্রতিফলিত হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News