Motorola Razr 50s: মোটোরোলা আনছে নতুন ফ্লিপ ফোন, OLED ডিসপ্লে সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

Motorola Razr 50s Launch Soon - মোটো রেজার ৫০এস ফোল্ডেবল ফোনটি ৬.৯ ইঞ্চির ওলেড (OLED) ফোল্ডেবল প্রাইমারি স্ক্রিনের সাথে ৩.৬ ইঞ্চির ওলেড কভার প্যানেল রয়েছে।

Update: 2024-11-01 05:50 GMT

Motorola Razr 50s Launch Soon

কয়েক মাস আগে মোটোরোলা তাদের সাম্প্রতিকতম প্রজন্মের ফ্লিপ ফোনটি বাজারে উন্মোচন করেছে। এই নতুন লাইনআপে রয়েছে দুটি ডিভাইস - Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra। তবে এখন, মনে করা হচ্ছে যে একটি নতুন বাজেট রেঞ্জের ফ্লিপ ফোনও রেজার ৫০ সিরিজের অধীনে শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে, যার নাম Moto Razr 50s। আসুন এই আপকামিং হ্যান্ডসেট ডিভাইসটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বাজেট ফ্রেন্ডলি মোটো রেজার ৫০এস শীঘ্রই আসছে বাজারে

অনলাইনে প্রথম উপস্থিতি হিসাবে গত সেপ্টেম্বর মাসে মোটোরোলা রেজার ৫০এস হ্যান্ডসেটটিকে এইচডিআর১০+ সার্টিফিকেশনে দেখা যায়। সফ্টব্যাঙ্ক (Softbank)-এ রিজার্ভেশন করার পরে এই মডেলটি একই মাসে অফিসিয়ালও হয়ে গেছে। মোটোরোলা রেজার ৫০এস ফোনের ডিজাইন তিনটি ভিন্ন কালার অপশনে প্রকাশ করা হয়েছে, এগুলি হল কোয়ালা গ্রে, স্যান্ড ক্রিম এবং স্প্রিটজ অরেঞ্জ। যদিও মোটোরোলা রেজার ৫০এস ইতিমধ্যেই জাপানের বাজারে উপলব্ধ, কিন্তু এর গ্লোবাল লঞ্চ কবে হবে এখনও জানা যায়নি।

কিন্তু এখন, আসন্ন ফ্লিপ ফোনটিকে গুগল প্লে কনসোল (Google Play Console) সাপোর্টেড প্রোডাক্ট লিস্টিংয়ে দেখা গেছে। তবে এই অনলাইন ডেটাবেস ফোনটির উপলব্ধতা ও স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি। কিন্তু এটি ইঙ্গিত দেয় যে, ফোনটি শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। লিস্টিংটি নিশ্চিত করে যে মোটোরোলার নতুন ফ্লিপ ফোনটি 'আইটো’ (aito) কোডনেম বহন করে, পাশাপাশি এর মোটো রেজার ৫০এস নামটিও নিশ্চিত করা হয়েছে।

যেহেতু মোটো রেজার ৫০এস এর আগে জাপানে লঞ্চ হয়েছে, তাই এই ফোল্ডেবল ফোনটি কি কি অফার করবে, তার সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে। এতে ৬.৯ ইঞ্চির ওলেড (OLED) ফোল্ডেবল প্রাইমারি স্ক্রিনের সাথে ৩.৬ ইঞ্চির ওলেড কভার প্যানেল রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ১৩ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.৪, আইপিএক্স৮ রেটিং এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Tags:    

Similar News