Nokia T20 Tablet গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে আসছে, দাম ও ফিচার দেখে নিন
চলতি মাসের শুরুতে ইউরোপ তথা গ্লোবাল মার্কেটে Nokia T20 (নোকিয়া টি২০) ট্যাবলেট লঞ্চ করে HMD Global। স্বাভাবিকভাবেই বৈদেশিক বাজারে পা রাখার সাথে সাথেই ভারতেও এটির আগমন সম্পর্কে চর্চা শুরু হয়। কয়েকদিন পরে ট্যাবলেটটি এদেশের BIS (বিআইএস) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করে। এরও কয়েক সপ্তাহ পরে আজ Nokia T20-এর ভারতে লঞ্চের টিজার প্রকাশিত হল। ই-কমার্স সাইট, Flipkart নোকিয়ার এই ট্যাবলেটের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে ইঙ্গিত মিলেছে, Big Diwali Sale (বিগ দিওয়ালি সেল) চলাকালীনই এই 2K ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার ও ডুয়েল মাইক্রোফোন সহ আসা ডিভাইসটি কেনা যাবে। আসুন Nokia T20 ট্যাবলেটের দাম ও সমস্ত ফিচার জেনে নিই…
Nokia T20 ট্যাবলেটের দাম, প্রাপ্যতা
ফ্লিপকার্ট এখনো পর্যন্ত নোকিয়া টি২০ ট্যাবলেটের বিক্রির দিনক্ষণ বা দাম সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। উল্লেখ্য, ইউরোপে এই ট্যাবলেটের ওয়াইফাই অনলি ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৭,২০০ টাকা) থেকে; যেখানে ওয়াইফাই+৪জি মডেল কিনতে ২৩৯ ইউরো (প্রায় ২০,৬০০ টাকা) দাম লাগবে। সেক্ষেত্রে আশা করা যায় ভারতে একই বা আরও কম দামে ট্যাবলেটটি পাওয়া যাবে।
Nokia T20 ট্যাবলেটের স্পেসিফিকেশন, ফিচার
নোকিয়া টি২০ ট্যাবলেটে ১০.৪ ইঞ্চি 2K (২,০০০×১,২০০ পিক্সেল) ইন-সেল ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেস ৪০০ নিটস। এটি অক্টা-কোর Unisoc T610 প্রসেসর ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৮,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য Nokia T20 ট্যাবলেটে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আবার কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 4G LTE (অপশনাল), ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে। আবার এই ট্যাবে অডিও আউটপুটের জন্য মিলবে স্টেরিও স্পিকার ও ডুয়েল মাইক্রোফোন।