'হোমওয়ার্ক কপি করতে হলে জিজ্ঞাসা করে নেবে', প্রকাশ্যে Tecno-কে ডিজাইন নিয়ে ব্যঙ্গ করল Nothing

Update: 2023-07-27 05:51 GMT

প্রযুক্তি তথা নেটদুনিয়ায় কাদা ছোঁড়াছুঁড়ি কোনো নতুন বিষয় নয়। সাধারণ মানুষ তো বটেই, পাশাপাশি বড় ব্যক্তিত্ব এমনকি নামী কোম্পানিও পারস্পরিক প্রতিদ্বন্দ্বীদের জন্য একে অপরের দিকে আঙ্গুল তুলতে বা বিদ্রুপ করতে ছাড়েনা। সেক্ষেত্রে এবার, বাজারের সুপরিচিত এক স্মার্টফোন ব্র্যান্ডের বিরূদ্ধে প্রকাশ্য আক্রমণের তীর ছুঁড়ে বসল খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা কোম্পানি Nothing! আসলে ব্যাপারটা হচ্ছে যে, OnePlus-এর সহ-প্রতিষ্ঠাতার নিজস্ব এবং নতুন টেক কোম্পানি Nothing, সপ্তাহ দুয়েক আগে তাদের নতুন স্মার্টফোন মডেল Nothing Phone 2 লঞ্চ করেছে। এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে চীনা মোবাইল ব্র্যান্ড শীঘ্রই বাজারে Pova 5 Pro হ্যান্ডসেট আনবে, যার রিয়ার বা ব্যাক প্যানেলে নোটিফিকেশনের জন্য LED লাইট দেওয়া হবে। এমতাবস্থায় দেখা যাচ্ছে যে Tecno-র আসন্ন ফোনটির ডিজাইন হবে অনেকটা Nothing Phone 2-এরই মত – সোজা কথায় বললে সম্ভবত Tecno, Nothing-এর ডিজাইনে অনুপ্রাণিত হয়ে নতুন স্মার্টফোন মডেল লঞ্চ করবে। আর এখানেই বেঁধেছে গণ্ডগোল! Techo Pova 5 Pro সম্পর্কে এতদিন নানা তথ্য প্রকাশিত হলেও, সম্প্রতি সংস্থা এর নতুন টিজার সামনে আনার পর সরাসরি তাদের দিকে Nothing বিদ্রুপভরা আঙুল তুলেছে।

ডিজাইন নকল, ভরা সোশ্যাল মিডিয়ায় Tecno-কে ব্যঙ্গ Nothing-এর

আসলে নাথিংয়ের ডিজাইন কপি হওয়ার বিষয়টি দেখে, সংস্থাটি চুপ করে থাকতে পারেনি। দুদিন আগে টুইটার (এখন X)-এ টেকনো, তার নতুন পোভা ৫ প্রো ফোনের মূল আকর্ষণ অর্থাৎ ব্যাক প্যানেলের এলইডি লাইটনিং সিস্টেমের টিজার প্রকাশ করেছে। আর এই টুইট নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করে সরাসরি নাথিং বলেছে যে, তাদের হোমওয়ার্ক কপি করতে হলে যেন পরের বার থেকে জিজ্ঞাসা করে টেকনো। অর্থাৎ তাদের আইডিয়া বা ডিজাইনই যে টেকনো সুকৌশলে নিজের নামে চালাতে চাইছে, এমনটাই সর্বসমক্ষে বলেছে নাথিং।

https://twitter.com/nothing/status/1683837642201526274

তবে গোটা ঘটনায় টেকনো মুখ খোলেনি। এই সংস্থাকে এখনও পর্যন্ত নাথিংয়ের টুইটের প্রত্যুত্তর বা পাল্টা রিটুইট করতে দেখা যায়নি। তাছাড়া টেকনো পোভা ৫ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে, সেই দিনক্ষণও স্পষ্ট করে জানায়নি তারা।

Tecno Pova 5 Pro-র বিশেষ LED ডিজাইন

আসন্ন টেকনো পোভা ৫ স্মার্টফোনের পেছনের প্যানেলে তিনটি এলইডি স্ট্রিপ দেওয়া থাকবে বলে জানা গিয়েছে, যা নোটিফিকেশন এলেই জ্বলে উঠবে। এই ডিজাইন নাথিং ফোন ২-এর পুরোপুরি অনুরূপ না হলেও, এটি মূলত একই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাতে সন্দেহ নেই।

Tecno Pova 5 Pro-এর স্পেসিফিকেশন

টেকনো পোভা ৫ প্রো স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ ফুল-এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিড-রেঞ্জের মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, যেখানে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি আর্ক ইন্টারফেস এবং টার্বো মক্কা ডিজাইনও বহন করতে পারে। এছাড়া ফোনটি ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।

Tags:    

Similar News