কয়েক ঘন্টার মধ্যে Flipkart সেল শেষ, ১৫ হাজার টাকার কমে এই 5G স্মার্টফোনগুলি কেনার সুযোগ

Update: 2024-10-06 15:29 GMT

আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে Flipkart Big Billion Days Sale। তাই সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ কিন্তু আপনার হাতে বেশিক্ষণ নেই। তাই এই প্রতিবেদনে আমরা চটপট বেশ কয়েকটি 5G স্মার্টফোনের কথা বলবো, যেগুলি ১৫,০০০ টাকার কমে সেলে বিক্রি হচ্ছে। এই লিস্টে সামিল আছে Samsung, Realme, Motorola, Vivo-র 5G ফোন। মতো ব্র্যান্ডও। আসুন Flipkart Big Billion Days সেলে ১৫ হাজার টাকার কমে কোন কোন 5G স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে দেখে নেওয়া যাক।

১৫০০০ টাকার কমে Samsung, Realme, Motorola, Vivo, Oppo-র 5G স্মার্টফোন

Motorola G64 5G : দাম ১৩,৯৯৯ টাকা

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে মোটোরোলার এই 5G ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ব্যাঙ্ক অফার সহ ১৩,৯৯৯ টাকা‌য় কেনা যাবে। এতে আছে ৬.৫ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy A14 5G

ফ্লিপকার্ট সেলে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + জিবি মডেলটি ৯,৭৪৯ টাকায় কেনা যেতে পারে। এতে আছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এক্সিনস ১৩৩০ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Realme P1 5G

ফ্লিপকার্ট সেলে রিয়েলমির ফোনটির ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি অফারে ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে আছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

OPPO K12x 5G

OPPO K12x 5G ফোনের ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি সমস্ত অফার সহ ১০,৪৯৯ টাকায় কেনা যেতে পারে। এতে আছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি।

Vivo T3x 5G

সেলে উপলব্ধ অফারগুলির সুবিধা গ্রহণ করে, Vivo T3x 5G ফোনের ৪ জিবি + ১২৮ জিবি মডেলটি ১১,২৪৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে আছে ৬.৭২ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Tags:    

Similar News