ওয়ানপ্লাসের নতুন চমক OnePlus 11R, লঞ্চের আগে প্রসেসরের নাম ও ক্যামেরা ফিচার ফাঁস
বেশ কিছুদিন ধরেই আসন্ন ফ্ল্যাগশিপ OnePlus 11 হ্যান্ডসেটটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা তুঙ্গে। স্মার্টফোনটি আগামী ৪ জানুয়ারি চীনে আত্মপ্রকাশ করতে চলেছে৷ আবার এর লঞ্চের পরেই, কোম্পানি তাদের নতুন প্রিমিয়াম ডিভাইস হিসাবে OnePlus 11R উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে৷ তবে, ইতিমধ্যেই ওয়ানপ্লাসের এই আসন্ন R-ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনটির সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। আর এখন এক টিপস্টার OnePlus 11R 5G-এর হার্ডওয়্যারের তথ্য প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল OnePlus 11R-এর প্রসেসর ও ক্যামেরা সংক্রান্ত তথ্য
প্রাইসবাবার একটি রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১১আর CPH2487 মডেল নম্বরটি বহন করে। প্রতিবেদনে শেয়ার করা স্ক্রিনশটগুলি প্রকাশ করেছে যে, এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরটি রয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, ফোনে ব্যবহৃত চিপটি প্রাক্তন ফ্ল্যাগশিপ প্রসেসরের একটি আন্ডার-ক্লকড সংস্করণ বলে মনে করা হচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, প্রসেসরটির পিক ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। এতে ২.৫ গিগাহার্টজের তিনটি পারফরম্যান্স কোর থাকবে এবং ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এফিসিয়েন্সি কোর থাকবে।
এছাড়াও, প্রোটোটাইপ ডিভাইসটিতে প্রাথমিক ক্যামেরা হিসাবে সনি আইএমএক্স৮৯০ প্রসেসর এবং সনি আইএমএক্স৭৬৬ ব্যবহার করা হয়েছে। চূড়ান্ত প্রোডাক্ট ইউনিটে এই দুই ক্যামেরা সেন্সরগুলির মধ্যে একটি ব্যবহার করা হবে। রিপোর্টে ফোনের অন্যান্য স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এখনও অবধি ওয়ানপ্লাস ১১আর-এর যেসব স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সামনে এসেছে, চলুন সেগুলি দেখে নেওয়া যাক।
OnePlus 11R-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
পূর্বসূরি ১০আর-এর ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্ল্যান্ড ক্যামেরা মডিউলের ডিজাইনের তুলনায়, ওয়ানপ্লাস ১১আর-এ একটি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং আসন্ন ওয়ানপ্লাস ১১ ৫জি-এর মতো ক্যামেরা সেটআপ ডিজাইন দেখা যাবে। ফাঁস হওয়া লাইভ ছবিগুলিও প্রকাশ করেছে যে, ফোনটির ডান প্রান্তে কোম্পানির আইকনিক অ্যালার্ট স্লাইডারটি অবস্থান করবে।
এছাড়া, সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, OnePlus 11R-এর সামনে ২,৭৭২×১,২৪০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 11R-এর ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1)-এর একটি স্তর থাকবে। আর এর ভারতীয় ভ্যারিয়েন্টটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১২ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11R-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যামের সাথে লঞ্চ হবে৷ এতে ১২৮ জিবি/ ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ মিলবে। ফোনটিতে একটি প্লাস্টিকের ফ্রেম থাকবে এবং এটি স্টেরিও স্পিকারের সাথে আসবে। OnePlus 11R বাজারে ব্ল্যাক ও সিলভার কালার অপশনে বাজারে পা রাখবে।