Oppo Find X6, X6 Pro পারফরম্যান্সে টেক্কা দেবে সবাই কে, ফাঁস হল ডিসপ্লে সহ প্রসেসর সম্পর্কিত তথ্য
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো গত ফেব্রুয়ারি মাসে Oppo Find X5 সিরিজের ওপর থেকে পর্দা সরানোর পর, বর্তমানে এর উত্তরসূরি Oppo Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই লাইনআপে দুটি মডেল থাকবে- Find X6 এবং Find X6 Pro। আর এবার এক জনপ্রিয় চীনা টিপস্টার আপকামিং সিরিজটির ডিসপ্লে এবং চিপসেট সম্পর্কে বেশ কিছু নতুন বিবরণ অনলাইনে প্রকাশ করেছেন। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Find X6 সিরিজের চিপসেটের নাম ও ডিসপ্লে স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুযায়ী, স্ট্যান্ডার্ড ওপ্পো ফাইন্ড এক্স৬ মডেলে ১.৫কে ডিসপ্লে রেজোলিউশন সাপোর্ট করবে, তবে ফাইন্ড এক্স৬ প্রো-এর ডিসপ্লেটি ২কে রেজোলিউশন অফার করবে। পূর্ববর্তী একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ফাইন্ড এক্স৬ সিরিজটি কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। তবে, অন্য এক টিপস্টার দাবি করেছেন যে, একমাত্র প্রো মডেলেই এই প্রসেসরটি ব্যবহার করা হবে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড মডেলটিতে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেটটি থাকবে। যেমনটা জানা যাচ্ছে যে, ওপ্পো ছাড়া প্রায় সমস্ত শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন সংস্থাগুলি স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপ দ্বারা চালিত ফ্ল্যাগশিপ ডিভাইস ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে। তাই অনুমান করা হচ্ছে যে, কোম্পানি এটিকে ফাইন্ড এক্স৬ সিরিজের রেগুলার মডেলটির জন্য সংরক্ষণ করেছে।
জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারি মাসে বাজারে আত্মপ্রকাশ করা Oppo Find X5 এবং Find X5 Pro মডেলগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত। X5 Pro-তে তুলনামূলক নতুন প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা গতবছর ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে, Oppo X5-এ ব্যবহৃত চিপসেটটি ২০২০ সালের ডিসেম্বরে বাজারে আত্মপ্রকাশ করে। তাই, Oppo Find X6 লাইনআপের স্মার্টফোনগুলিতে ব্যবহৃত চিপসেটগুলির ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বেশ কিছু চীনা স্মার্টফোন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম (OEM) তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর অফার করবে বলে আশা করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই Find X6 সিরিজেও একটি ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর থাকবে বলে জল্পনা শুরু হয়েছে। এটি সম্ভবত উচ্চতর Oppo Find X6 Pro মডেলে পাওয়া যাবে। বর্তমানে, সংস্থা এই ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানায়নি। তবে খুব সম্ভবত এটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসতে পারে।