কম দামী স্মার্টফোনেও এবার আকর্ষণীয় ডিজাইন, বাজার দখলে Oppo-র নতুন কৌশল
ওপ্পো (Oppo) সম্প্রতি একটি আকর্ষণীয় ডিজাইন এবং উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন সহ ভারতীয় তথা বিশ্ববাজারে Oppo Reno 8T স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে, সম্প্রতি জানা গেছে যে কোম্পানিটি 8T-এর ডিজাইনটি পুনরায় আরও একটি নতুন ডিভাইসে ব্যবহার করবে। একটি সূত্রে দাবি করা হয়েছে যে, ওপ্পো ভারতের জন্য একটি নতুন বাজেট ফোনের ওপর কাজ করছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া Reno 8T-এর মতো দেখতে হবে। আসুন এই আপকামিং ওপ্পো হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।
Oppo আনছে Reno 8T-এর মতো দেখতে একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন
৯১মোবাইলস টিপস্টার সুধাংশু আম্ভোরকে উদ্ধৃত করে, দাবি করেছে যে, ওপ্পো ভারতে CPH2527 মডেল নম্বর সহ একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ওপর পরীক্ষা চালাচ্ছে। যদিও হ্যান্ডসেটের বিপণন নাম এবং স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, তবে বলা হয়েছে এটি সম্প্রতি লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৮টি-এর মতো দেখতে হবে। কিন্তু, নাম না জানা এই ডিভাইসটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা কার্ভড ডিসপ্লে থাকবে না।
যদিও, এই আসন্ন বাজেট ফোনটির সম্পর্কে সেভাবে কিছুই জানা যায়নি। তবে আশা করা যায় যে এটি একটি মিড-রেঞ্জ বা বাজেট মডেল হিসাবে বড় ডিসপ্লে, সক্ষম ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি-এর মতো যথোপযুক্ত স্পেসিফিকেশন অফার করবে। আগামী দিনে স্মার্টফোনটির বিষয়ে অনলাইনে আরও তথ্য প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। ততক্ষণ আসুন নতুন ওপ্পো রেনো ৮টি-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।
Oppo Reno 8T 5G-এর স্পেসিফিকেশন
Oppo Reno 8T 5G-তে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ১০ বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই প্যানেলটি ওপ্পো গ্লো, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের রেজোলিউশন সহ একটি মাইক্রো-কার্ভড ডিজাইনের সাথে এসেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। Reno 8T অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8T 5G-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ৪০x মাইক্রোলেন্স ক্যামেরা বর্তমান। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8T 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।