চমৎকার ডিজাইনের সাথে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ওপ্পো রেনো ১৩ প্রো বাজারে ঝড় তুলতে আসছে
ওপ্পো শীঘ্রই বাজারে আনতে চলেছে Oppo Reno 13 সিরিজের স্মার্টফোনগুলি। লঞ্চের আগে এখন এই লাইনআপের প্রো হ্যান্ডসেটের ইঞ্জিনিয়ারিং মডেলের ওপর ভিত্তি করে কিছু আকর্ষনীয় তথ্য সামনে এসেছে।
ওপ্পো তাদের পরবর্তী প্রজন্মের রেনো ১৩ সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ শুরু করেছে বলে জানা গেছে। এক সুপরিচিত টিপস্টার এখন দাবি করেছেন যে, Oppo Reno 13 Pro ভ্যারিয়েন্টটি মিড-রেঞ্জ সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিযোগী হতে পারে। তবে এই ফাঁস হওয়া তথ্যগুলি আসন্ন হ্যান্ডসেটের ইঞ্জিনিয়ারিং মডেলের ওপর ভিত্তি করে। তাই লঞ্চের সময় ফোনটিতে পরিবর্তনও দেখা যেতে পারে। তবে এগুলি আপকামিং ওপ্পো রেনো ১৩ প্রো মডেলটি কি কি অফার করতে পারে, তার প্রাথমিক ধারণা প্রদান করেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো ১৩ প্রো বড় আপগ্রেড সহ আসতে চলেছে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, ওপ্পো রেনো ১৩ প্রো মডেলে ২,৭৮০ × ১,২৬৪ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির কোয়াড-কার্ভড এলইডি ডিসপ্লে থাকবে। এই কোয়াড-কার্ভ ডিজাইনের কারণে ফোনের সবকটি প্রান্ত জুড়ে অভিন্ন বক্রতা দেখা যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ডিভাইসটি একটি নির্বিঘ্ন দেখার অভিজ্ঞতা অফার করবে বলে আশা করা যায়। ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো ১৩ প্রো ৩x অপটিক্যাল জুম ক্ষমতা যুক্ত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স সহ আসবে বলে মনে করা হচ্ছে, যা লং-রেঞ্জের ফটোগ্রাফিকে উন্নত করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো রেনো ১৩ প্রো ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। ডিভাইসটি ধুলো এবং জলের বিরুদ্ধে উন্নত প্রতিরোধ অফার করবে। এই মাসের শুরুর দিকে ডিজিটাল চ্যাট স্টেশন ইঙ্গিত দিয়েছিলেন যে, ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা এটিকে এই শক্তিশালী প্রসেসর ব্যবহার করা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম করে তুলবে। টিপস্টার এও জানিয়েছেন যে, কোম্পানির লক্ষ্য হল ওপ্পো রেনো ১৩ প্রো মডেলে একটি ধাতব ফ্রেম অন্তর্ভুক্ত না করে এটিকে ব্র্যান্ডের মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ মডেলগুলির মধ্যে পার্থক্য করা। এছাড়া, এটি একটি বিশেষ ম্যাগনেটিক প্রোটেক্টিভ কেসের মাধ্যমে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে, ওপ্পো রেনো ১৩ মডেলে ৫,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে, অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে বড় ৫,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।
তুলনামূলকভাবে দেখলে, পূর্বসূরি ওপ্পো রেনো ১২ প্রো ফোনে ৬.৭০ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৪১২ × ১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান এবং এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত। ওপ্পো রেনো ১২ প্রো ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। তবে বড় ব্যাটারি সত্ত্বেও ওপ্পো রেনো ১২ প্রো ৭.৫৫ মিলিমিটার স্লিম।