লঞ্চের আগেই Realme GT 7 Pro এর কাছে হার OnePlus 13 এর, কোথায় এগিয়ে রিয়েলমি ফোন

Update: 2024-10-14 07:49 GMT

Realme ও OnePlus তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লঞ্চ করতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছিলেন যে, Realme GT 7 Pro নামের আসন্ন প্রিমিয়াম ডিভাইসে দুই ধরনের ডিসপ্লে থাকবে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্যামসাংয়ের কাস্টোমাইজ ডিসপ্লে, যেখানে বিওই নির্মিত এক্স২ ডিসপ্লের সাথে লঞ্চ হবে চীনা ভ্যারিয়েন্ট। যেকারণে Realme GT 7 Pro এর গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিসপ্লে ২,০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে, যা চীনের ভ্যারিয়েন্টের থেকে ৪০০ নিটস বেশি।

এদিকে, Realme GT 7 Pro এর চীনা ভ্যারিয়েন্টের মতো একই ডিসপ্লের সাথে বাজারে আসবে OnePlus 13। সেক্ষেত্রে এর ডিসপ্লের গ্লোবাল পিক ব্রাইটনেস (বা HBM) ১,৬০০ নিটস হবে। অর্থাৎ গ্লোবাল পিক ব্রাইটনেসের ক্ষেত্রে রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট ওয়ানপ্লাসের ডিভাইসের থেকে এগিয়ে থাকবে।

এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে, গ্লোবাল পিক ব্রাইটনেস (বা HBM) আসলে কি? জানিয়ে রাখি, এই ব্রাইটনেস কাজে লাগে যখন আপনি বাড়ির বাইরে থাকেন অর্থাৎ সূর্যের আলোর মধ্যেও যে ফোন যত উজ্জ্বল ভাবে সবকিছু দেখতে দেয় তার গ্লোবাল পিক ব্রাইটনেস বেশি থাকে।

টিপস্টার আরও বলেছেন, Realme GT 7 Pro ও OnePlus 13 এর ম্যানুয়াল পিক ব্রাইটনেস একই থাকবে, অর্থাৎ ১০০০ নিটস। তবে এদের লোকাল পিক ব্রাইটনেস সম্পর্কে কিছু জানা যায়নি।

Realme GT 7 Pro সম্পর্কে বললে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ বা স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এতে সিলিকম কার্বন অ্যানোড ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হবে।

Tags:    

Similar News