Samsung Galaxy FE মডেলে এই প্রথম MediaTek প্রসেসর, সঙ্গে একঝাঁক চমক

Update: 2024-10-14 11:51 GMT

Samsung-এর নতুন সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 FE আগামী বছর লঞ্চ হবে। এটি সম্প্রতি বাজারে আগমন ঘটা Galaxy S25 FE-এর উত্তরসূরী হবে। FE মডেলে এতদিন কোয়ালকম অথবা এক্সিনস চিপসেট ব্যবহার হয়ে এসেছে। কিন্তু একটি সূত্রের দাবি, আপকামিং Samsung Galaxy S25 FE স্মার্টফোনে মিডিয়াটেক প্রসেসর থাকবে।

দ্য ইলেক-এর প্রতিবেদন অনুযায়ী, Samsung Galaxy S25 FE স্লিম বডির সঙ্গে আসবে। এতে বর্তমান S24 FE-এর মতো একই ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। টেক জায়ান্টটি সার্ফেস এরিয়া বাড়িয়ে ব্যাটারি আরও পাতলা করতে পারে। ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ S25 সিরিজে Snapdragon প্রসেসর থাকলেও, Galaxy S25 FE-তে MediaTek Dimensity চিপসেট থাকতে পারে।

নতুন FE মডেলটিতে খুব সম্ভবত Dimensity 9400 প্রসেসর ব্যবহার হবে। প্রসঙ্গত, আগে শোনা যাচ্ছিল গোটা S25 সিরিজে মিডিয়াটেক প্রসেসর থাকবে। তবে সেই সম্ভাবনা খুব কম। Galaxy S25 FE আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। ফলে হাতে এখনও অনেক সময় বাকি৷ এর মধ্যে স্পেসিফিকেশনে অনেক বদল আসতে পারে।

উল্লেখ্য, Samsung Galaxy S24 FE গত মাসে ভারতে আত্মপ্রকাশ করেছে। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। এতে সংস্থা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ও তাদের নিজস্ব Exynos 2400e প্রসেসর ব্যবহার করেছে। সঙ্গে S24 সিরিজের মতো AI ফিচার্সও মিলবে।

Tags:    

Similar News