রিয়েলমি জিটি ৭ প্রো ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের স্মার্টফোন হিসেবে লঞ্চ হচ্ছে

Update: 2024-10-22 10:18 GMT

কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ একাধিক স্মার্টফোন শীঘ্রই বাজারে আসবে। সর্বপ্রথম চীনে ডিভাইসগুলি লঞ্চ হবে। সংস্থাগুলির পক্ষ থেকে এখন টিজার প্রকাশ করে ডিভাইসগুলির নাম নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে, চীনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ প্রথম ফোন হিসেবে আসবে আইকো ১৩। আজ আবার রিয়েলমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৭ প্রো। উল্লেখ্য, চীনে আগামী মাসের শুরুতে ডিভাইসটির উপর থেকে পর্দা সরানো হবে। এরপর এটি ভারতে পা রাখবে।

রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে লঞ্চ হচ্ছে | Realme GT 7 Pro India Launch

রিয়েলমি আজ একটি এক্স (আগে টূইটার) পোস্টে নিশ্চিত করেছে যে, রিয়েলমি জিটি ৭ প্রো নভেম্বরে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এছাড়া টিজার থেকে ফোনটির উপলব্ধতা সম্পর্কে জানা গেছে। টিজারে বলা হয়েছে, স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। এছাড়া আমরা নিশ্চিত যে, রিয়েলমি জিটি ৭ প্রো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। প্রসঙ্গত, রিয়েলমি এর আগে জানিয়েছিল যে, নভেম্বরে তাদের ফ্ল্যাগশিপ ফোন বিশ্ব বাজারে লঞ্চ হবে। আশা করা যায়, একই দিনে ডিভাইসটি ভারত ও বিশ্ব বাজারে আসবে।

রিয়েলমি জিটি ৭ প্রো স্পেসিফিকেশন ও ফিচার (ফাঁস)

টিপস্টার ও বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, আসন্ন রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ডিসপ্লে ২,০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এই প্রসেসর পূর্বসূরির থেকে ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স অফার করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোন বিশাল বড় ৬৫০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে। আর ফোনটি আইপি৬৮/৬৯ রেটিং সহ আসবে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

Tags:    

Similar News