আগামীকাল 15 হাজার টাকার কমে বাজারে আসছে Realme Narzo 70x 5G, দেখা যাবে হাফ মুন ডিজাইন
Realme 2024 সালের প্রথম সপ্তাহ থেকেই স্মার্টফোন লঞ্চ করছে। চলতি মাসেও একটি নয়া সিরিজের ঘোষণা করা হয়েছে। আবার আগামী পরশু অর্থাৎ 24শে এপ্রিল সংস্থাটি আরো একটি নয়া স্মার্টফোন উন্মোচন করতে চলেছে ভারতে। আসন্ন মডেলটি Realme Narzo 70x 5G নামে আসবে, যা গত মাসে আত্মপ্রকাশ করা Narzo 70 Pro 5G ফোনের লাইট ভার্সন হবে বলে জানা গেছে। Realme -এর তরফ থেকে রিলিজ করা টিজার ইমেজে, আসন্ন ডিভাইসে বিদ্যমান ফোনের অনুরূপ বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল, ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল এবং হাফ-মুন ডিজাইন দেখা গেছে। এছাড়া এর কালার ভ্যারিয়েন্ট সম্পর্কেও আমরা জানতে পেরেছি।
রিয়েলমি দ্বারা প্রকাশিত একটি সাম্প্রতিক টিজার ইমেজে বলা হয়েছে রিয়েলমি নারজো 70এক্স 5জি স্মার্টফোনে 45 ওয়াট চার্জিং সমর্থন করবে এবং এর দাম 12,000 টাকারও কম রাখা হবে। জানিয়ে রাখি, বর্তমানে 15,000 টাকার মধ্যে এই ধরনের ফাস্ট চার্জিং ফিচারের সাথে তিনটি মাত্র স্মার্টফোন রয়েছে, যথা - রিয়েলমি পি1 5জি (Realme P1 5G), টেকনো পোভা 5 (Tecno Pova 5), এবং রিয়েলমি 12এক্স 5জি (Realme 12X 5G)। আসন্ন রিয়েলমি নারজো 70এক্স 5জি এই ফিচার ও দামের সাথে আসা চতুর্থ মডেল হবে।
আমরা আগেই বলেছি যে, বিদ্যমান Realme Narzo 70 Pro 5G ফোনের মতোই ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল, ম্যাট ফিনিশিং ব্যাক প্যানেল এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হতে চলেছে Narzo 70x 5G। এছাড়া টিজারে, ডিভাইসটিকে পাউডার ব্লু কালার অপশনে দেখা গেছে। হয়তো এটি পূর্বসূরির ন্যায় গ্রীন কালার বিকল্পের সাথে আসবে না।
আপাতত আপকামিং Realme Narzo 70x 5G স্মার্টফোন সম্পর্কে একটুকুই জানা সম্ভব হয়েছে। বাদবাকি বিশেষত্ব ও নিশ্চিত বিক্রয় মূল্যের বিশদ জানতে আমাদের আগামী পরশু পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত গতকাল Realme তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে একটি টিজার ইমেজ শেয়ার করেছিল। যেখানে Realme C65 5G নামের একটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করার কথা নিশ্চিত করা হয়েছে। মনে করা হচ্ছে, 24 তারিখের পর অর্থাৎ Realme Narzo 70x 5G মডেলটি আত্মপ্রকাশের পরই C-সিরিজের ফোন বাজারে পা রাখবে।