Redmi K70 Ultra: চলবে মাখনের মতো স্মুদ, ফোনে ফ্ল্যাগশিপ প্রসেসর দিতে চলেছে রেডমি

Update: 2023-12-30 05:32 GMT

শাওমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক Redmi K70 লাইনআপে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কোম্পানিটি সম্প্রতি চীনে Redmi K70, K70 Pro এবং K70e উন্মোচন করেছে। এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে এই সিরিজের চতুর্থ ও হাই-এন্ড মডেল হিসাবে Redmi K70 Ultra-এর ওপর কাজ করছে সংস্থা। সূত্র মারফৎ এই আসন্ন ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi K70 Ultra-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো ( চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে জানিয়েছেন যে আসন্ন রেডমি কে৭০ আল্ট্রা মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসরে চলবে। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, তাই আল্ট্রা মডেলটিও হাই-এন্ড মডেল হবে। এছাড়া, টিপস্টারও জানিয়েছেন যে এই মডেলটি রেডমি কে৭০ এবং Redmi কে৭০ প্রো মডেলগুলির তুলনায় আপগ্রেডের সাথে আসবে।

যদিও এটা নিশ্চিত করা হয়নি, তবে স্মার্টফোনটি উন্নত ফটোগ্রাফি বা ফাস্ট চার্জিং স্পিড অফার করতে পারে। এছাড়াও, জানা গিয়েছে যে স্মার্টফোনটিতে ৮টি ওলেড (8T OLED) ডিসপ্লে থাকতে পারে, যার চারদিক স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে। যদিও, টিপস্টার স্ক্রিন রেজোলিউশন সম্পর্কে কিছু জানাননি, তবে এটি ১.৫কে বা ২কে ডিসপ্লে হতে পারে। চ্যাট স্টেশনের মতে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০-এর সাথে কোম্পানি এই ডিভাইসে দুর্দান্ত কস্ট-টু-পারফরম্যান্স রেশিও অফার করতে সক্ষম হবে।

যদি ফাঁস হওয়া তথ্যগুলি সত্য হয়, তবে আশা করা যায় Redmi K70 Ultra ফোনটি Redmi K60 Ultra-এর সরাসরি উত্তরসূরি হতে পারে। জানিয়ে রাখি, Redmi K60 Ultra চীন এক্সক্লুসিভ মডেল ছিল, কিন্তু গ্লোবাল মার্কেটে তার পরিবর্তে সামান্য রিফ্রেশ করা রিব্র্যান্ডেড Xiaomi 13T Pro লঞ্চ করা হয়েছিল। তাই এটি গ্লোবাল মার্কেটে Xiaomi 14T Pro-এর আগমনেরও ইঙ্গিত দিচ্ছে। তবে মনে রাখতে হবে, এই মুহূর্তে এটি শুধুই অনুমানের ওপর নির্ভর করছে। তাই তথ্যগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News