108MP ক্যামেরার Samsung-এর 5G ফোনে খাস অফার, মাত্র 2 হাজার টাকায় 8 হাজার টাকার ইয়ারবাডস

Update: 2023-05-06 08:46 GMT

গত পরশু শুরু হয়েছে Samsung Fab Grab Fest Sale। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হওয়া এই ফ্যাব গ্রাব ফেস্ট সেলে আপনি এমআরপি থেকে খুব কম দামে কিনতে পারবেন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy A73 5G স্মার্টফোনটি। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের এমআরপি ৪৭,৪৯০ টাকা। তবে Fab Grab Fest সেলে আপনি ৪১,৯৯৯ টাকায় এটি কিনতে পারবেন।

আবার এক্সচেঞ্জ অফারে ফোনটির দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমানো যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা এবং তার ব্র্যান্ডের উপর নির্ভর করবে। আর এই ফোনের সাথে মাত্র ৭,৯৯৯ টাকায় ২১,৯৯৯ টাকার Galaxy Buds কেনা যাবে। এছাড়া MobiKwik থেকে পেমেন্ট করলে পাওয়া যাবে ১৫০০ টাকা ক্যাশব্যাক।

Samsung Galaxy A73 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। আবার এতে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৫।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি তোলার জন্য এই ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আর এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।

Tags:    

Similar News