Samsung Galaxy A16 5G দুরকম প্রসেসর সহ বাজারে আসছে, থাকবে পাওয়ারফুল ব্যাটারি

By :  ANKITA
Update: 2024-09-10 10:19 GMT

দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড Samsung শীঘ্রই Galaxy A16 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যদিও এখনও এর লঞ্চের তারিখ সামনে আসেনি। তবে মাইস্মার্টপ্রাইস টিম এই ফোনকে সম্প্রতি ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। এখান থেকে জানা গেছে যে, Samsung Galaxy A16 ডিভাইসে 5G সাপোর্ট করবে।

Samsung Galaxy A16 5G পেল Bluetooth SIG থেকে অনুমোদন

ব্লুটুথ এসআইজি সাইট থেকে আরও সামনে এসেছে যে ডুয়েল সিম সাপোর্টের সাথে আসা এই ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে SM-A166B/DS। আর এর ইউরোপিয়ান ও ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর থাকবে যথাক্রমে SM-A166E/DS এবং SM-A166M/DS। আর Samsung Galaxy A16 5G এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে SM-A166O।

আরও পড়ুন : পুজোর বাজার কাঁপাতে 10,000 টাকা সস্তায় লঞ্চ হল Hero Xtreme 160R-এর ব্র্যান্ড নিউ এডিশন

Samsung Galaxy A16 5G এর আগে আইএমইআই এবং গীকবেঞ্চ সাইটেও উপস্থিত হয়েছে

স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ইতিমধ্যেই অনেক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। 3C সাইট থেকে জানা গেছে, এই ফোনে 4860 এমএএইচ ব্যাটারি থাকবে, যা 5000 এমএএইচ ব্যাটারি বলে প্রচার করা হবে। এছাড়া আইএমইআই ও ইউকে ক্যারিয়ারের ডেটাবেসেও খুঁজে পাওয়া গেছে একে।

আর স্যামসাং গ্যালাক্সি এ16 5জি স্মার্টফোনটির এশিয়া ও আফ্রিকা ভ্যারিয়েন্টকেও দেখা গেছে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে। জানা গেছে এর আফ্রিকান ভ্যারিয়েন্টে এক্সিনস 1300 প্রসেসর এবং এশিয়ান ভ্যারিয়েন্টে ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হবে।

আরও পড়ুন : লঞ্চের আগেই Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস, থাকবে হাই কোয়ালিটি ক্যামেরা সহ এই খাস ফিচার

পারফরম্যান্সে এগিয়ে এক্সিনস ভ্যারিয়েন্ট

Samsung Galaxy A16 5G ডিভাইসের এক্সিনস ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 967 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1971 পয়েন্ট অর্জন করেছে। আর ডাইমেনসিটি ভ্যারিয়েন্টটি সিঙ্গেল কোর টেস্টে 514 পয়েন্ট এবং মাল্টি-কোরে 1464 পয়েন্ট পেয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, এক্সিনস ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ভ্যারিয়েন্টের থেকে ভালো পারফরম্যান্স দেবে।

Tags:    

Similar News