AMOLED ডিসপ্লে, 32MP ফ্রন্ট ক্যামেরা সহ রয়েছে অনেক কিছু, লঞ্চ হচ্ছে Samsung Galaxy A35 5G
Samsung তাদের গ্যালাক্সি A সিরিজের অধীনে Galaxy A35 5G খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির এই মিড রেঞ্জ ফোনটি ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে এবং বিভিন্ন রিপোর্ট থেকে স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন, Samsung Galaxy A35 5G ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-তে হাজির হয়েছে, যা খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়। এছাড়াও কি কি তথ্য উঠে এসেছে এই সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে, আসুন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A35 5G পেল Bluetooth SIG-এর অনুমোদন
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। লিস্টিং অনুযায়ী, এর মডেল নম্বর SM-A356B, SM-A356E, SM-A356E_DS, এবং SM-A356B_DS৷ এছাড়াও অনলাইন ডেটাবেসটি স্যামসাংয়ের ফোনটিতে ব্লুটুথ ৫.৩ সংযোগের জন্য সাপোর্ট নিশ্চিত করেছে। এর আগে, ডিভাইসটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছিল, যা এই গ্যালাক্সি এ৩৫ ৫জি-এর ভারতে আগমন নিশ্চিত করেছে।
একইভাবে, একে ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সাইটেও দেখা গিয়েছে, যা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনটি ফাইভ-জি নেটওয়ার্কিং, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং এসডি কার্ড স্লট সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটির চার্জার ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। যা এতে ৬ জিবি র্যাম সহ স্যামসাং এক্সিনস ১৩৮০ প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে।
এছাড়াও, এটি অ্যান্ড্রয়েড ১৪ ওএসে চলবে। ফোনটির সামনে ১২০ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে সম্ভবত ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। অনুমান, Samsung Galaxy A35 5G এই বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। কোম্পানি এবিষয়ে চূড়ান্তভাবে কি সিদ্ধান্ত নেয়, তাই এখন দেখার।