Apple-এর পথে Samsung, আইফোনের মতো Galaxy স্মার্টফোনে ব্যবহার করবে টাইটেনিয়াম

Update: 2023-10-06 14:25 GMT

স্যামসাং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম দিকেই তাদের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বছর যত গড়াচ্ছে আসন্ন লাইনআপ সম্পর্কিত তথ্যগুলি ধীরে ধীরে অনলাইনে ফাঁস হচ্ছে। আর এখন তেমনভাবেই এক নির্ভরযোগ্য টিপস্টার মারফৎ জানা গেছে যে, স্যামসাং তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল (Apple)-এর পদাঙ্ক অনুসরণ করে Galaxy S24 সিরিজে নতুন প্রিমিয়াম মেটাল চ্যাসিস ব্যবহার করতে পারে। প্রসঙ্গত, গত মাসে Apple iPhone 15 সিরিজের মডেলগুলি প্রিমিয়াম গ্রেডের টাইটানিয়াম ফ্রেম সহ লঞ্চ হয়েছে।

Samsung Galaxy S24 সিরিজও টাইটানিয়াম বডি সহ লঞ্চ হতে পারে

সুপরিচিত টিপস্টার রেভেনগাস তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডগুলি গ্যালাক্সি এস২৪ সিরিজের খাপ বানাতে টাইটানিয়াম ব্যবহার করার পরিকল্পনা করছে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৪, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা টাইটানিয়াম ফ্রেমের সাথে আসতে পারে। আগেই উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল সম্প্রতি আইফোন ১৫ সিরিজটি উন্মোচন করেছে। যার হাই-এন্ড প্রো মডেল দু'টিতে টাইটানিয়াম ফ্রেম রয়েছে। তাই মনে করা হচ্ছে যে, স্যামসাংও তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের জন্য একই ধাতু ব্যবহার করবে।

এছাড়াও, টিপস্টার যোগ করেছেন যে ব্র্যান্ডটি তাদের দক্ষিণ কোরিয়ার কারখানাতেই বেস মডেলের জন্য টাইটানিয়াম ফ্রেমগুলি তৈরি করতে পারে। তবে, সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলগুলির জন্য টাইটানিয়াম সরবরাহ করবে কোম্পানির অংশীদার সংস্থাগুলি। টাইটানিয়াম থাকার কারণে আসন্ন প্রিমিয়াম ফোনগুলি তার পূর্বসূরির তুলনায় কিছুটা হালকা হতে পারে। কেননা, টাইটানিয়াম ফ্রেম দ্বারা সজ্জিত আইফোনগুলির ওজন আগের মডেলগুলির থেকে অনেকটাই কম।

তবে, যেহেতু শোনা যাচ্ছে যে নতুন Samsung Galaxy S24 সিরিজের ফোনগুলিতে সম্ভবত কোনও বড় পরিবর্তন দেখা যাবে না, তাই কোম্পানি নতুন টাইটানিয়াম ফ্রেমকে তাদের প্রিমিয়াম ডিভাইসগুলি বিক্রি করার জন্য একটি মার্কেটিং টার্ম হিসাবে ব্যবহার করার কথা ভাবছে। তবে আরেক জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, শুধুমাত্র Galaxy S24 Ultra-তেই টাইটানিয়াম ফ্রেম দেখা যাবে, স্ট্যান্ডার্ড এবং প্লাসে থাকবে না। Galaxy S24 সিরিজ আগামী জানুয়ারি মাসেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News