সবচেয়ে সস্তায় iPhone থেকে Samsung, Vivo-র প্রিমিয়াম ফোন, দেখে নিন অফার
Flipkart Big Diwali Sale : দীপাবলি বা দিওয়ালি উপলক্ষ্যে লাইভ হওয়া Flipkart Big Diwali Sale, স্মার্টফোন ক্রেতাদের মুখে হাসি ফোটাতে নিয়ে এসেছে হাজারো অফার ও ডিল। এক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বাজেট সেগমেন্টের বিভিন্ন মডেলের সাথে উপলব্ধ সেরা অফারের খোঁজ দিয়েছি আপনাদের। আর এই প্রতিবেদনে আমরা হাই-মিড থেকে প্রিমিয়াম রেঞ্জের অধীনে তালিকাভুক্ত ৫টি সেরা ডিলের সম্পর্কে আপনাদের অবগত করবো। এই তালিকায় Apple, Samsung, Nothing, Google এবং Vivo ব্র্যান্ডের মোবাইল অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত এই সেল আগামী ২৩শে অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকছে। তাই দেরি না করে এক্ষুনি এই প্রতিবেদন থেকে নিজের জন্য সেরা ডিলটি বেছে নিন।
Flipkart Big Diwali Sale ব্যাঙ্ক পার্টনার
'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' বা SBI -এর সাথে হাত মিলিয়ে ফ্লিপকার্ট তাদের আসন্ন দিওয়ালি সেলটি নিয়ে আসতে চলেছে। আর তাই এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে, Paytm -এর মাধ্যমে ওয়ালেট বা UPI ট্রানজ্যাকশন করলেও মিলবে ১০% ছাড়। এছাড়া Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
Flipkart Big Diwali সেলে স্মার্টফোনের উপর অফার
Apple iPhone 12 mini : অ্যাপল আইফোন ১২ মিনি মডেলকে ফ্লিপকার্ট আয়োজিত বিগ দিওয়ালি সেলে বিশাল ডিসকাউন্ট সহ মাত্র ৩৮,৯৯০ টাকায় উপলব্ধ করা হয়েছে। ফিচারের কথা বললে, এতে একটি ৫.৪-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অ্যাপলের নিজস্ব এ১৪ বায়োনিক (A14 Bionic) চিপসেট দ্বারা চালিত। এছাড়া, এই 5G আইফোনের সামনের প্যানেলে নাইট মোড এবং ৪কে (4K) রেজোলিউশনের ডলবি ভিশন HDR রেকর্ডিং সমর্থিত একটি ১২ মেগাপিক্সেলের ট্রুডেপ্থ (TrueDepth) সেলফি ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy S21 FE 5G : দিওয়ালি কেন্দ্রিক ফ্লিপকার্ট সেলটি চলাকালীন স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনকে ৩৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আপনারা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ধার্য মূল্যের উপর আরও কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারবেন। বিশেষত্বের কথা বললে, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ কাস্টম স্কিন দ্বারা চালিত এই হ্যান্ডসেটে একটি ৬.৪ ইঞ্চির ডিসপ্লে প্যানেল আছে। পারফরম্যান্সের জন্য এতে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম এসএম৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া - LED ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২-মেগাপিক্সেলের সেলফি সেন্সর এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে এই ফোনে।
Nothing Phone 1 : ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে নাথিং ফোন ১ স্মার্টফোনকে ২৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হচ্ছে। ফিচার হিসাবে এতে - ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য উক্ত ফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর + ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা মিলবে। সিকিউরিটির জন্য ডিভাইসে বিদ্যমান থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি। নাথিংয়ের এই 'ফার্স্ট এভার' স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।
Google Pixel 6a : গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনকে ফ্লিপকার্ট সেলের মাধ্যমে মাত্র ৩৪,১৯৯ টাকার বিনিময়ে পকেটস্থ করা যাবে। আবার SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। গুগল বিকশিত আলোচ্য স্মার্টফোনের ফিচার তালিকায় সামিল থাকছে - একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED পাঞ্চ-হোল ডিসপ্লে, অক্টা-কোর গুগল টেন্সর প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ওএস, ১২.২ মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Vivo X80 : ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে ভিভো এক্স৮০ স্মার্টফোনকে ৫৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনারা চাইলে ফোনটি কেনার সময় এক্সচেঞ্জ অফারের সুবিধাও নিতে পারেন। তদুপরি ফিচারের কথা বললে, এক্স৮০ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে - একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিন এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আবার ছবি তোলার জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX866 RGBW প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ১২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়া যাবে৷ আর ডিভাইসের ডিসপ্লের কেন্দ্রে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বিদ্যমান থাকছে। ভিভো এক্স৮০ ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে।