Galaxy S24: ইলেকট্রিক গাড়ির ব্যাটারি প্রযুক্তি এবার স্মার্টফোনে! নতুন দিশা দেখাচ্ছে Samsung
Samsung তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 Ultra -এর ব্যাটারি ক্ষমতা বাড়াতে বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত একটি অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া-ভিত্তিক এই সংস্থাটি Samsung Galaxy S24 Ultra মডেলের ব্যাটারি বুস্ট করার উদ্দেশ্যে EV প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রসঙ্গত আলোচ্য ডিভাইসটি চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে।
GSMArena-এর এই লেটেস্ট রিপোর্ট অনুসারে, স্যামসাং ডিভাইসের ব্যাটারি সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত SDI বিভাগ আপকামিং এস-সিরিজের স্মার্টফোনগুলির জন্য স্ট্যাকড ব্যাটারি প্রবর্তনের উপায় অনুসন্ধান করছে। আর এই বিষয়ে তাদের প্রথম পছন্দ যানবাহনে ব্যবহৃত EV প্রযুক্তি। এর ফলে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা আরও জনপ্রিয়তা লাভ করবে।
নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে, স্যামসাংয়ের SDI বিভাগ মোবাইল ব্যাটারির রাসায়নিক সংমিশ্রণ পাল্টে দেওয়ার পরিবর্তে ব্যাটারির মধ্যে সেল বা কোষগুলিকে পুনর্বিন্যাস করতে পারে। যার ফলে উচ্চ শক্তির ডেনসিটি তৈরি হবে। আর ফলস্বরূপ ভলিউম না বাড়িয়েই ব্যাটারির পাওয়ার ক্যাপাসিটি বর্ধিত করা সম্ভব হবে। শুধু তাই নয় স্মার্টফোনের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করার অনুমতিও দেবে এই নয়া উদ্ভাবন, এমনটাও দাবি করেছে স্যামসাং।
আপনাদের অবগতিরর জন্য জানিয়ে রাখি, অডি (Audi) কোম্পানি তাদের Q8 e-tron গাড়ির ভিতরে ১১৪kWh ক্যাপাসিটির ব্যাটারির ফিট করার জন্য অনুরূপ প্রযুক্তি ব্যবহার করেছে। এক্ষেত্রে রিপোর্টে বলা হয়েছে, যেহেতু স্মার্টফোনের ব্যাটারি বৈদ্যুতিক গাড়িগুলির পাওয়ার প্যাকের তুলনায় ভিন্ন পরিস্থিতিতে কাজ করে, তাই মোবাইলের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করার দরুন পাওয়ার ডেনসিটি ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এদিকে কয়েকদিন আগেই জানা গেছে, Samsung আসন্ন Galaxy S24 ফ্ল্যাগশিপ সিরিজ থেকে তাদের নিজস্ব 'এক্সিনস' (Exynos) সিস্টেম-অন-চিপস (SoCs) বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কোনো আঞ্চলিক বাজারের ক্ষেত্রেই হয়তো Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলিতে এক্সিনস প্রসেসর ব্যবহার করা হবে না। পরিবর্তে, এই আপকামিং সিরিজটি সম্ভবত পূর্বসূরি Galaxy S23 সিরিজের অনুরূপ কোয়ালকমের চিপসেট অফার করবে। অর্থাৎ এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।