এক চার্জে চলবে ২৪ ঘন্টা, ভারতে লঞ্চ হল Sennheiser CX PLUS Special Edition ইয়ারফোন

By :  techgup
Update: 2022-07-26 14:52 GMT

ভারতীয় বাজারে পা রাখল Sennheiser সংস্থার নতুন ডিজাইনের Sennheiser CX PLUS Special Edition ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এতে রয়েছে ট্রান্সপারেন্ট মোড। তাই প্রয়োজন পড়লে ব্যবহারকারী বাইরের আওয়াজ সম্পর্কে সচেতন থাকতে পারবেন। সংস্থার মতে, একবার চার্জে নতুন এই অডিও ডিভাইস ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Sennheiser CX PLUS Special Edition ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sennheiser CX PLUS Special Edition ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে সেনহাইজার সিএক্স প্লাস স্পেশাল এডিশন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

Sennheiser CX PLUS Special Edition ইয়ারফোনের স্পেসিফিকেশন

ব্রাশড ম্যাট ফিনিশের নবাগত সেনহাইজার সিএক্স প্লাস স্পেশাল এডিশন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি সংস্থার সিগনেচার সাউন্ড উৎপন্ন করার জন্য ট্রু রেসপন্স ট্রানডুসার দ্বারা চালিত। তাছাড়া এর ইয়ারবাডগুলি কানে শক্তভাবে আটকে থাকবে।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। তাই কোনো কোলাহলপূর্ণ অঞ্চলেও ব্যবহারকারীর কথা বলতে বা গান শুনতে কোনো অসুবিধা হবে না। আবার এর ট্রান্সপারেন্ট মোড ব্যবহারকারীকে আশেপাশের আওয়াজ সম্পর্কেও সচেতন রাখতে পারবে। এর জন্য কান থেকে ইয়ারবাড খোলার কোনো দরকার পড়বে না। শুধু তাই নয়, এটি টাচ কন্ট্রোল সাপোর্টসহ আসায় স্পর্শের মাধ্যমে অডিও কল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা সম্ভব।

এবার আলোচনা করা যাক Sennheiser CX PLUS Special Edition ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৪২০ এমএএইচ ব্যাটারি। তবে এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৫৫ এমএএইচ ব্যাটারি। তাই চার্জিং কেস সমেত একটি ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিলেও প্রত্যেকটি ইয়ারবাড ৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। সর্বোপরি সেনহাইজার সিএক্স প্লাস স্পেশাল এডিশন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট করবে এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IPX4 রেটিংসহ এসেছে।

Tags:    

Similar News