বিশ্ব ছেয়ে যাবে ভারতে তৈরি iPhone-এ, Tata Group এর সাথে এবার হাত মেলালো Pegatron

By :  techgup
Update: 2024-02-03 14:57 GMT

Tata Group এবং তাইওয়ানের Pegatron ভারতে iPhone তৈরি করার জন্য অংশীদারিত্ব স্থাপন করতে চলেছে। রয়টার্সের একটি রিপোর্টে বলা হয়েছে, টাটা গ্রুপ ইতিমধ্যেই তামিলনাড়ুর হোসুরে একটি iPhone ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে। আর এখন সংস্থাটি এই প্ল্যান্ট আরো উন্নত ভাবে পরিচালনা করার জন্য Pegatron
-এর সাথে হাত মেলাতে চলেছে।

রাইটার্সের রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, তামিলনাড়ুর হোসুর প্ল্যান্টটি দেশের বৃহত্তম আইফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলির মধ্যে অন্যতম হতে পারে। আগামী দেড় বছরের মধ্যে প্ল্যান্টটি সম্পূর্ণরূপে প্লস্তুত হয়ে যাবে। এখানে ৫০ হাজার কর্মীর সাথে ২০টি অ্যাসেম্বলি লাইনও উপস্থিত থাকবে। দক্ষিণ এশিয়ায় উৎপাদন আরো প্রসারিত করার জন্য এবং চীন থেকে আইফোনের ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি Apple-এর অন্যতম পরিকল্পনা।

রয়টার্স তাদের রিপোর্টে বলেছে, টাটা হোসুর প্ল্যান্টে উৎপাদন প্রক্রিয়ার গতি বৃদ্ধির জন্য পেগাট্রনের কাছ থেকে প্রযুক্তিগত এবং প্রকৌশলগত সহায়তার পেতে এই চুক্তি করতে চলেছে। কারণ, আইফোন প্রস্তুত করার জন্য টাটা গ্রুপের পেগাট্রনের দক্ষতার প্রয়োজন। তবে এই যৌথ উদ্যোগে ভারতীয় সংস্থার হাতেই বেশিরভাগ মার্কেট শেয়ার থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ুর হোসুর টাটা গ্রুপের প্রথম আইফোন তৈরির কারখানা নয়। কারণ কর্নাটকের আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্টে ইতিমধ্যেই iPhone 15 এবং iPhone 15 Plus তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। এই আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্টটিকে টাটা ২০২৩ সালে তাইওয়ানের উইস্ট্রনের কাছ থেকে ১২৫ ডলার মিলিয়নে অধিগ্রহণ করেছিল।

Tags:    

Similar News