Tecno MegaPad 10 Launched: বাজেটের মধ্যে টেকনো মেগাপ্যাড ১০ ট্যাবলেট লঞ্চ হল, লং লাস্টিং ব্যাটারি সহ রয়েছে ২৫৬ জিবি মেমোরি

Tecno MegaPad 10 Launched - টেকনো মেগাপ্যাড ১০ ট্যাবলেটে আছে ১০.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ১২৮০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন ও ৪৫০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

Update: 2024-10-29 04:08 GMT

টেকনো মেগাপ্যাড ১০ ট্যাবলেট অবশেষে আজ লঞ্চ হল।গত কয়েক সপ্তাহ ধরে এই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। স্পেসিফিকেশনের নিরিখে এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাব। টেকনো মেগাপ্যাড ১০ (Tecno MegaPad 10) ট্যাবলেটে আছে স্ক্রিন, মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

টেকনো মেগাপ্যাড ১০ এর ফিচার ও স্পেসিফিকেশন

টেকনো মেগাপ্যাড ১০ ট্যাবলেটে আছে ১০.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ১২৮০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন ও ৪৫০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মেগাপ্যাড ১০ কাস্টম ওএসে চলে।

ফটোগ্রাফির জন্য টেকনো মেগাপ্যাড ১০ ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। ব্যাটারির কথা বললে, এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ফুল চার্জ হতে ২.৫ ঘন্টা লাগে বলে টেকনোর তরফে দাবি করা হয়েছে। যদিও ব্যাটারি লাইফ নিয়ে কিছু জানানো হয়নি।

টেকনো মেগাপ্যাড ১০: স্পেসিফিকেশন

ডিসপ্লে: ১০.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২৮০x৮০০ রেজোলিউশন, ৪৫০ নিটস ব্রাইটনেস।

প্রসেসর: মিডিয়াটেক এমটি৮৭৮৬ (জি৮০)।

র‌্যাম ও স্টোরেজ: ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি: ৪জি এলটিই, ইউএসবি টাইপ-সি, ওয়াইফাই ২.৪ / ৫ গিগাহার্টজ, ব্লুটুথ ৫.১।

স্লট: সিম কার্ড স্লট + টি-ফ্ল্যাশ কার্ড স্লট

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪

ব্যাটারি: ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট চার্জিং

টেকনো মেগাপ্যাড ১০ দাম ও উপলব্ধতা

টেকনো তাদের মেগাপ্যাড ১০ এর সমস্ত স্পেসিফিকেশন জানালেও, ট্যাবলেটটির দাম প্রকাশ করেনি। তবে স্পেসিফিকেশন দেখে বলা যায় এটি ১৫,০০০ টাকার কমে পাওয়া যাবে। এটি শ্যাম্পেন গোল্ড, স্পেস গ্রে কালারে এসেছে।

Tags:    

Similar News