Tecno Spark 20 Pro 5G এর ভারতে লঞ্চ নিশ্চিত হল, থাকতে পারে 108MP ক্যামেরা
টেকনো এ বছর ভারতে ইতিমধ্যেই Tecno Spark 20 এবং Spark 20C স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। ব্র্যান্ডটি বর্তমানে এদেশে একই সিরিজের অধীনে Tecno Spark 20 Pro 5G লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে এটি। আর এখন Spark 20 Pro 5G ভারতের বিআইএস (BIS)-এর ছাড়পত্র পেয়ে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এই আসন্ন টেকনো ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Tecno Spark 20 Pro 5G শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে
টেকনো স্পার্ক 20 প্রো 5জি ফোনটি KJ8 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। হ্যান্ডসেটটিকে এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল, যা স্পার্ক 20 প্রো 5জি বাণিজ্যিক নামটিকে নিশ্চিত করেছে। বিআইএস অবশ্য ডিভাইসটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।
এছাড়া, টেকনো স্পার্ক 20 প্রো 5জি-কে ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশনেও দেখা গেছে। এফসিসি সার্টিফিকেশন অনুযায়ী, এতে 4,900 এমএএইচ ব্যাটারি থাকবে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনে আসবে এবং এটির পরিমাপ হবে 169×76×8 মিলিমিটার।
উল্লেখ্য, টেকনো ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে Tecno Spark 20 Pro (4G ভ্যারিয়েন্ট) লঞ্চ করেছে, কিন্তু এটি ভারতে আসেনি। এই স্মার্টফোনে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং 120 হার্টজ ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।