অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত
Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে আসছে এই সাশ্রয়ী ফোনটি। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি615 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি আইপি 54-রেটেড বিল্ড সহ এসেছে। আর Tecno Spark Go 1 ডিভাইসে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর এবং ডিটিএস সাউন্ড সহ ডুয়াল স্পিকার রয়েছে। নয়া একটি রিপোর্টে ভারতে ফোনটির লঞ্চের টাইমলাইন এবং দাম জানানো হয়েছে।
Tecno Spark Go 1 এর ভারতে দাম ও লঞ্চ টাইমলাইন
91মোবাইলস-এর এই রিপোর্ট অনুযায়ী, টেকনো স্পার্ক গো 1 ভারতে সেপ্টেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এর দাম 9,000 টাকার কম রাখা হবে। রিপোর্টে বলা হয়েছে যে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে গ্লোবাল ভেরিয়েন্টের মতো একই ডিজাইন, রঙ, স্টোরেজ বিকল্প এবং স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটি টেকনো গ্লোবাল ওয়েবসাইটে গ্লিটার হোয়াইট এবং স্টার্টরেল ব্ল্যাক কালার অপশনে তালিকাভুক্ত আছে। এটি বিশ্ব বাজারে বিভিন্ন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে - 3 জিবি + 64 জিবি, 4 জিবি + 64 জিবি, 3 জিবি + 128 জিবি এবং 4 জিবি + 128 জিবি। এতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে।
Tecno Spark Go 1 এর বেসিক স্পেসিফিকেশন
Tecno Spark Go 1 এর গ্লোবাল ভ্যারিয়েন্টে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি প্লাস (720 x1600 পিক্সেল) রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে আছে, যা প্রিমিয়াম ফোনের মতো সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল ডিজাইন অফার করে। এই ফোনে দেওয়া হয়েছে ইউনিসক টি615 প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন অপারেটিং সিস্টেমে চলে।
এদিকে Tecno Spark Go 1 ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারি আছে। এই ব্যাটারি 80 শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেয় 1.4 ঘণ্টা। টেকনোর দাবি ফুল চার্জে এটি 60 দিন স্ট্যান্ডবাই টাইম দেয়। এছাড়া ফুল চার্জে 31 ঘণ্টা কল, 101 ঘণ্টা গান শোনা বা টানা 19 ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা যাবে।