30 হাজার টাকার কমে দুর্দান্ত ফিচারের ফোল্ডেবল ফোন, পুরো 26 হাজার টাকা ডিসকাউন্ট
Tecno Phantom V Flip 5G এখন মাত্র 28,999 টাকায় উপলব্ধ। এই দামে ফোনটির আইকনিক কালো রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। লঞ্চের সময়, এটির দাম ছিল 54,999 টাকা এবং সংস্থাটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ এই ডিভাইসকে বাজারে এনেছে।
এবার কম দামে ফোল্ডেবল ফোন কেনার স্বপ্ন পূরণ হবে। ই-কমার্স প্ল্যাটফর্মে, একটি ফ্লিপ-ফোল্ড ফোন 30 হাজারেরও কম দামে পাওয়া যাচ্ছে, তাও কোনও ব্যাঙ্ক বা এক্সচেঞ্জ অফার ছাড়াই। এই স্মার্টফোনের নাম Tecno Phantom V Flip 5G। সম্প্রতি, কোম্পানি ভারতের বাজারে নতুন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 5G এবং ফ্যান্টম ভি ফ্লিপ 2 5G লঞ্চ করেছে। নতুন মডেল আনার পর পুরানো মডেলের দাম অনেকটাই কমানো হয়েছে। বর্তমানে, টেকনোর পুরানো ফ্লিপ ফোল্ড মডেল অর্থাৎ ফ্যান্টম ভি ফ্লিপ অ্যামাজনে লঞ্চের সময়ের চেয়ে 26,000 টাকা কমে বিক্রি হচ্ছে।
30 হাজার টাকারও কম দামে ফোল্ডেবল ফোন
অ্যামাজনে Tecno Phantom V Flip 5G এখন মাত্র 28,999 টাকায় উপলব্ধ। এই দামে ফোনটির আইকনিক কালো রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। লঞ্চের সময়, এটির দাম ছিল 54,999 টাকা এবং সংস্থাটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ এই ডিভাইসকে বাজারে এনেছে। অর্থাৎ, ফোনটি সরাসরি লঞ্চের সময় থেকে 26,000 টাকা কম দামে বিক্রি হচ্ছে।
এছাড়া আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে স্মার্টফোনটির দাম আরও কমাতে পারেন। এছাড়াও, আপনি যদি কোনও পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে 27,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ বোনাসের মূল্য সরাসরি পুরানো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে। তবে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে না নিতে পারলেও 26,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মন্দ ডিল নয়।
উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া টেকনো ফ্যান্টম V Flip 2 বর্তমানে অ্যামাজনে 54,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে। এর সাথে 15,000 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এদিকে টেকনো ফ্যান্টম V Fold 2 মডেলের দাম 99,999 টাকা এবং এর সাথে 20,000 টাকা কুপন দেওয়া হয়েছে।
Tecno Phantom V Flip 5G এর স্পেসিফিকেশন
এই ডিভাইসে আছে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লেক্সিবল অ্যামোলেড ইনার ডিসপ্লে। বাইরের দিকে 1.32-ইঞ্চি কভার স্ক্রিন রয়েছে, যা অলওয়েজ অন ডিসপ্লে এবং অ্যামোলেড প্যানেল সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8 জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসের রিয়ার ক্যামেরা সেটআপে 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ 13-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। আর সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।