প্রিয়জনকে গিফট দিন আইফোন, এক সপ্তাহের জন্য দাম কমলো iPhone 12 থেকে iPhone 15 Pro

By :  techgup
Update: 2024-02-07 07:31 GMT

শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। তবে এই দিনগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভ্যালেন্টাইনস ডে। যে দিন কমবেশি সকলেই ভালোবাসার মানুষকে বিশেষ উপহার দিতে চান। আর এই বিশেষ দিনে যদি আপনিও আপনার ভালোবাসার মানুষকে খুশি করতে চান তাহলে দিতে পারেন Apple-এর iPhone। সেক্ষেত্রে অন্যসময়ে iPhone-এর দাম একটু বেশি থাকলেও এই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আপনি অনেক সস্তায় এই প্রিমিয়াম মডেলগুলি কিনতে পারেন।

iPhone 12

iPhone 12 এর দাম ৪৯,৯৯৯ টাকা হলেও, এটি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে পাওয়া যাবে ৪৪,৯৯৯ টাকায়। এছাড়াও, এক্সচেঞ্জ অফারে ৩৩,৭৪০ টাকা পর্যন্ত দাম কমিয়ে ফেলা যাবে। আর ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে ১,৫০০ টাকা ছাড়। সকল ছাড়ের পর এটি পেয়ে যেতে পারেন ১১,২৪৯ টাকায়।

এই ডিভাইসে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, এই ফোনে এ১৪ বায়োনিক চিপ দেওয়া হয়েছে।

iPhone 13

লঞ্চের সময় এই iPhone 13 এর দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে এর দাম ৫২,৯৯৯ টাকা। আর এই সময় এক্সচেঞ্জ অফারে ৪৪,৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে ফোনটি পাওয়া যেতে পারে ৮,৫৯৯ টাকায়।

iPhone 13-এ দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য আছে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটে এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

iPhone 14

iPhone 14 এর এমআরপি ৬৯,৯০০ টাকা হলেও, এর বর্তমান মূল্য ৫৮,৯৯৯ টাকা। আবার এক্সচেঞ্জ অফারে এই সময় পাওয়া যাচ্ছে ৫৪,৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, যারপর এটি ৪,০৯৯ টাকা কার্যকরী মূল্যে পাওয়া যাবে।

এই হ্যান্ডসেটটি এ১৫ বায়োনিক চিপসেট সহ লঞ্চ হয়েছে। যাতে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ সামনে ১২ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। এছাড়াও, এতে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লেও দেওয়া হয়েছে।

iPhone 15

যদিও লঞ্চের সময় iPhone 15 এর দাম ৭৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল, তবে, এটি এখন ৭২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও, এই মুহূর্তে ৫৭,৯০০ টাকা এক্সচেঞ্জ ছাড়ের পর এটি ১৩,০৯৯ টাকার কার্যকর মূল্যে পাওয়া যাবে।

এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে এ১৬ বায়োনিক চিপসেট। আর এতে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ক্যামেরার কথা বললে এতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এছাড়াও, সেলফির জন্য আছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

iPhone 15 Pro

iPhone 15 Pro ডিভাইসটির এমআরপি ১,৩৪,৯০০ টাকা। তবে এর বর্তমান বিক্রয় মূল্য ১,২৭,৯৯০ টাকা। আবার,
এক্সচেঞ্জ অফারে ৫৭,৯০০ টাকা কমানোর পর এটি পাওয়া যেতে পারে মাত্র ৭০,০০০ টাকায়।

এ১৭ প্রো চিপসেট দ্বারা চালিত এই ডিভাইসে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আর, ফটোগ্রাফির জন্য এতে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও, ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর।

Tags:    

Similar News