Vivo Y27s বাজেটের মধ্যে দেবে চমকদার ফিচার, 5G নাকি 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে জেনে নিন
গত জুলাই মাসে Vivo Y27 4G স্মার্টফোনটি মালয়েশিয়া সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে। আর এখন ব্র্যান্ডটি Y27 সিরিজের একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার নাম Vivo Y27s। এই আপকামিং ভিভো ফোনটি আজ লঞ্চের আগে টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। সার্টিফিকেশন তালিকাটি Vivo Y27s সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।
Vivo Y27s উপস্থিত হয়েছে TKDN ডেটাবেসে
ভিভো ওয়াই২৭এস ফোনটি V2310 মডেল নম্বর সহ টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুসারে, ডিভাইসটিতে ৪জি সংযোগ রয়েছে। যদিও বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে সার্টিফিকেশন সাইটটি ইঙ্গিত দেয় যে, ইন্দোনেশিয়ায় শীঘ্রই ভিভো ওয়াই২৭এস লঞ্চ করা হবে। এর আগে, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ডেটাবেসেও এই ডিভাইসটি উপস্থিত হয়েছে, যা এতে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি অপশন থাকার কথা নিশ্চিত করে৷ ভিভো ওয়াই২৭এস কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে আসুন স্ট্যান্ডার্ড ভিভো ওয়াই২৭-এর স্পেসিফিকেশগুলি দেখে নেওয়া যাক।
Vivo Y27 (4G)-এর স্পেসিফিকেশন
ভিভো ওয়াই২৭ (৪জি) ডিভাইসে ৬.৬৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে, যার ওপরে একটি ছোট নচ অবস্থান করছে। স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। ভিভো ওয়াই২৭ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। তবে একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। এই ভিভো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে চলে৷
ফটোগ্রাফির জন্য, Vivo Y27 (4G)-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের সহায়ক ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y27 (4G)-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ডিভাইসটি মাত্র ১৫ মিনিটে ২৯ শতাংশ চার্জ পূর্ণ করতে পারে।
এছাড়াও, Vivo Y27 (4G)-এ ডুয়েল সিম সাপোর্ট, ৪জি কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, একটি ইউএসবি-সি পোর্ট, একটি হেডফোন জ্যাক, একটি সাইড-মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে৷ এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে।