দেখতে অসাধারণ, Xiaomi 14 Civi ফোনের Panda Edition লঞ্চ হল ভারতে, 3000 টাকা ছাড় কিনলে

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশন এল ভারতীয় বাজারে। ফোনটি আকষর্ণীয় তিনটি শেডে ডুয়েল টোন ফিনিশের সাথে এসেছে।

Update: 2024-07-29 14:28 GMT

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশন আজ ভারতের বাজারে লঞ্চ করা হল। শাওমি ১৪ সিভি হ্যান্ডসেটটি মূলত গত মাসে ক্রুজ ব্লু, ম্যাচা গ্রিন এবং শ্যাডো ব্ল্যাক রঙে এদেশে আত্মপ্রকাশ করেছিল। নতুন স্পেশাল এডিশনের মডেলটি তিনটি নতুন কালারে এসেছে - হট পিঙ্ক, পান্ডা হোয়াইট এবং অ্যাকোয়া ব্লু, যা শাওমি এসইউ৭ ইভি গাড়ির দ্বারা অনুপ্রাণিত৷ এতে ভিগান লেদার এবং গ্লাস ফিনিশের সমন্বয়ে ডুয়েল-টোন ডিজাইন রয়েছে। নতুন কালার অপশন ছাড়া, শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন অপরিবর্তিত রয়েছে। আসুন এই নবাগত হ্যান্ডসেটটির দাম এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

ভারতে শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনের দাম এবং লভ্যতা

ভারতে শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনের ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪৮,৯৯৯ টাকা। হট পিঙ্ক, পান্ডা হোয়াইট এবং অ্যাকোয়া ব্লু কালারে হ্যান্ডসেটটিকে বেছে নেওয়া যাবে। সংস্থাটি আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের সাথে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে৷ এর ফলে ফোনটি সর্বনিম্ন ৪৫,৯৯৯ টাকায় মিলবে।

নতুন শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনের বিক্রি শুরু হয়েছে আজ দুপুর ২ টো থেকে। পান্ডা হোয়াইট এবং অ্যাকোয়া ব্লু কালার অপশনগুলি কোম্পানির ওয়েবসাইট, শাওমি রিটেইল এবং ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে। হট পিঙ্ক শেডটি বিক্রি হবে ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে।

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনের স্পেসিফিকেশন

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনে ৬.৫৫ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৩,০০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত।

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশন গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটে চলে। এটি পোকো এফ৬, রিয়েলমি জিটি ৬ এবং মোটোরোলা এজ ৫০ আল্ট্রাতে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে। এই ফোনটিতে এআই সাবটাইটেল, এআই পোর্ট্রেট, এআই ইমেজ এক্সপ্যানশনের মতো এআই ফিচারগুলি রয়েছে।

শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশন হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের লাইকা সামিলাক্স প্রাইমারি ক্যামেরা, ২এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেলের লাইকা টেলিফটো ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের লাইকা আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৪ সিভি পান্ডা লিমিটেড এডিশনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Tags:    

Similar News