অ্যামোলেড ডিসপ্লে সহ ১৪ দিনের ব্যাটারি লাইফ, Amazfit GTR 4 স্মার্টওয়াচ বাজারে এল

By :  techgup
Update: 2022-09-02 13:27 GMT

ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করল Amazfit GTR 4 স্মার্টওয়াচ। ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১৫০টি স্পোর্টস মোডের সাথে এসেছে নতুন এই স্মার্টওয়াচটি। সংস্থার মতে, একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে ঘড়িটি। চলুন দেখে নেওয়া যাক Amazfit GTR 4 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit GTR 4 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ইউরোপীয় বাজারে অ্যামেজফিট জিটিআর ৪ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৫,৯২০ টাকা)। আজ থেকে জার্মানি এবং পোল্যান্ডের বাজারে এটি প্রি অর্ডারের জন্য উপলব্ধ। তবে মহাদেশের অন্যান্য অংশে এটি কবে থেকে পাওয়া যাবে তা খুব শীঘ্রই জানানো হবে বলে ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত সুপারস্পিড ব্ল্যাক, ভিন্টেজ ব্রাউন লেদার এবং রেসট্র্যাক গ্রে কালার অপশনগুলিতে পাওয়া যাচ্ছে নতুন জিটিআর ৪ স্মার্টওয়াচ।

Amazfit GTR 4 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত অ্যামেজফিট জিটিআর ৪ স্মার্টওয়াচটি ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি রেজোলিউশন সমৃদ্ধ। তাছাড়া এতে রয়েছে মেটালের মিড ফ্রেম। সেইসঙ্গে ঘড়িটিতে ২৪ ঘন্টার হার্ট রেট মনিটর, SPo2 সেন্সর এবং স্ট্রেস ট্র্যাকার উপলব্ধ। শুধু তাই নয়, এটি রাতেরবেলা ব্যবহারকারীর স্লিপ এবং ব্রিদিং কোয়ালিটি নিরীক্ষণ করতে পারবে।

অন্যদিকে, Amazfit GTR 4 স্মার্টওয়াচে ১০০টির বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে। তাছাড়া ঘড়িটিতে বায়ো ট্র্যাকার ৪.০ পিপিজি বায়োমেট্রিক অপটিক্যাল সেন্সর উপস্থিত। তদুপরি ঘড়িটি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে সাধারণ ব্যবহারে ঘড়িটি ১৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। উপরন্তু নয়া ঘড়িটিতে থাকছে ডুয়েল ব্যান্ড জিপিএস, যা পাঁচটি স্যাটেলাইট সিস্টেম অ্যাক্সেস করতে পারবে।

Tags:    

Similar News