Amazfit GTR 4 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ১৪ দিন
ভারতীয় বাজারে পা রাখল Amazfit সংস্থার নতুন Amazfit GTR 4 স্মার্টওয়াচ। ঘড়িটি চলতি বছরের প্রথমে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করলেও ভারতীয় ক্রেতাদের কাছে এখন এটি কেনার জন্য উপলব্ধ হল। ব্লুটুথ কলিং ফিচারযুক্ত এই ঘড়িটি জেপ ওএস ২.০ ( Zepp OS 2.0) চিপসেট দ্বারা চালিত। তাছাড়া এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ১৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit GTR 4 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Amazfit GTR 4 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে অ্যামেজফিট জিটিআর ৪ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। তবে বর্তমানে বিশেষ অফার সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টে একটি পাওয়া যাচ্ছে ১৫,২৯৯ টাকায়।
Amazfit GTR 4 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন
নবাগত অ্যামেজফিট জিটিআর ৪ স্মার্টওয়াচটি ১.৪৩ ইঞ্চি গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল। তাছাড়া এর ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং টেম্পারড গ্লাসের আচ্ছাদন। ফলে যেকোনো ধরনের স্ক্র্যাচ বা আঘাত থেকে ঘড়িটি সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, এটি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে।
অন্যদিকে, নতুন ওয়্যারেবলটিতে ২০০ টিরও বেশি ওয়াচফেস উপলব্ধ, যা জেপ হেলথ অ্যাপের মাধ্যমে কাস্টমাইজ করা যাবে। তাছাড়া ঘড়িটি নতুন একটি ইউআই সহ জেপ ওএস ২.০ ( Zepp OS 2.0) দ্বারা চালিত। তদুপরি ঘড়িটির হেলথ ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে হার্ট রেট ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর, SPo2 লেভেল ট্র্যাকার, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। শুধু তাই নয়, ঘড়িটি ১৫০টি ভিন্ন ফিজিক্যাল অ্যাকটিভিটি অফার করবে।
এবার আসা যাক Amazfit GTR 4 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৭৫ এমএএইচ ব্যাটারি, যা একবার পুরোপুরি চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। তাছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কলিং এবং ফল ডিটেকশন।