লেটেস্ট Apple Watch-এর পর ধামাকা অফার দিচ্ছে Croma, এখন কিনলে পাবেন ৫,৫০০ টাকা ছাড়
বর্তমান সময়ে আট থেকে আশি – প্রায় সবারই হাতের কব্জিতে বাঁধা থাকছে স্মার্টওয়াচ; আর ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এখন প্রচুর ব্র্যান্ডই বিভিন্ন দামে আধুনিক হাতঘড়ি বাজারে লঞ্চ করছে। তবে এত কিছু সত্ত্বেও স্মার্টওয়াচ হিসেবে সেরার তকমা রয়েছে Apple Watch-এর ঝুলিতেই। ডিজাইন থেকে শুরু করে ফিচার, সমস্ত কিছুতেই Apple-এর এই উইয়ারেবলটি এগিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে যে, চাইলেও যে সবাই Apple Watch কিনতে পারেন তা নয়, কারণ কোম্পানির অন্যান্য প্রোডাক্টের মতই এটিও প্রিমিয়াম মূল্যে বিক্রি হয়। যাইহোক, এক্ষেত্রে আপনিও যদি দীর্ঘদিন ধরে কোনো একটি Apple Watch মডেল কেনার কথা ভাবেন, কিন্তু আপনার পরিকল্পনায় বাধ সাধে তার দাম – তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে বর্তমানে Croma শপিং প্ল্যাটফর্মে লেটেস্ট Apple Watch মডেলগুলি তুলনামূলক সস্তা অফারে বিক্রি হচ্ছে, ফলে বছর শেষ হওয়ার আগে আপনি নির্বাচিত Apple Watch কিনলে পেয়ে যেতে পারেন ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড়। হ্যাঁ ঠিকই পড়েছেন।
এই সমস্ত Apple Watch-এ অনেকটা ছাড় দিচ্ছে Croma
১. Apple Watch Series 8: অ্যাপল ওয়াচ সিরিজ ৮ স্মার্টওয়াচটি ৪৮,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল, তবে এই মুহূর্তে ক্রোমাতে এটি ৫% ডিসকাউন্টে ৪৬,৪০০ টাকায় বিক্রির তালিকাভুক্ত হয়েছে। তবে যারা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এটি কিনবেন, তারা অতিরিক্ত ৩,০০০ টাকার ছাড় পাবেন। ফিচার বলতে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ রয়েছে ৪৫ মিমি এলটিপিও রেটিনা ডিসপ্লে, ১৮ ঘণ্টার ব্যাটারি লাইফ, জিপিএস নেভিগেশন এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মত সুবিধা।
২. Apple Watch SE: একাধিক স্পোর্টস মোড, হেল্থ মনিটরিং সেন্সর এবং ৪০ মিমি এলটিপিও রেটিনা ডিসপ্লেযুক্ত অ্যাপল ওয়াচ এসই ২৯,৯০০ টাকায় লঞ্চ হলেও, এখন এটি ক্রোমা থেকে ২৮,৪০০ টাকা থেকে কেনা যাবে। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ওপর থাকবে ২,০০০ টাকার এক্সট্রা অফ।
৩. Apple Watch Ultra: অ্যাপল ওয়াচ আল্ট্রাতে আছে ৪৯ মিমি এলটিপিও রেটিনা ডিসপ্লে, ৩৬ ঘণ্টার ব্যাটারি লাইফ, আইপি৬এক্স ডাস্টপ্রুফ রেটিংয়ের মত প্রচুর প্রিমিয়াম ফিচার। ভারতে এই স্মার্টওয়াচের দাম ৮৯,৯০০ টাকা, তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রোমা থেকে এটি ৮৫,৯০০ টাকায় কিনতে পারবেন আগ্রহীরা।