আইনি জটিলতায় বিক্রি বন্ধ হতে চলেছে Apple Watch Series 9 এবং Watch Ultra 2 এর

By :  techgup
Update: 2023-12-22 12:18 GMT

বড়দিনের আগেই বড়সড়ো ধাক্কা খেল iPhone প্রস্তুতকারক সংস্থা Apple। কারণ খুব শীঘ্রই আইনি ভাবে বিক্রি বন্ধ হতে পারে Apple Watch Series 9 এবং Watch Ultra 2 এর। আর সেই নিষেধাজ্ঞা এড়াতে উঠেপড়ে লেগেছে এই মার্কিন ভিত্তিক সংস্থাটি।

অ্যাপল এবং চিকিৎসা প্রযুক্তি সংস্থা মাসিমোর (Masimo) সাথে ওয়াচের ব্লাড অক্সিজেন সেন্সর টেকনোলজি সম্পর্কিত পেটেন্ট নিয়ে বিরোধের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২ এর আমদানি এবং বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ITC)।

আসলে, সমস্যা শুরু হয় অ্যাপল ওয়াচের ব্লাড অক্সিজেন মাত্রা পরিমাপের প্রযুক্তি নিয়ে। মাসিমো কর্পোরেশন নামের এক সংস্থা দাবি করে যে, অ্যাপল যে প্রযুক্তির ব্যবহার করে মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে, সেটি আসলে তাদের প্রযুক্তি। অর্থাৎ অ্যাপল তাদের পেটেন্ট বা স্বত্ব ভেঙেছে।

যে কারণে আইটিসি গত অক্টোবরে রায় দেয় যে, অ্যাপলের এসপিওটু (spO2) সেন্সরগুলি মাসিমোর পেটেন্ট লঙ্ঘণ করায় আগামী ২৬ শে ডিসেম্বর থেকে আমদানি নিষেধাজ্ঞার মুখে পড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, ক্রেতারা এই অ্যাপল ওয়াচগুলি ২৪শে ডিসেম্বরের মধ্যে চাইলে সংগ্রহ করতেই পারেন।

প্রসঙ্গত, মাসিমোও তার পালস অক্সিমিটারের জন্য বেশ পরিচিত। তবে অ্যাপল নাকি তাদের পালস অক্সিমেট্রি প্রযুক্তি লঙ্ঘন করেছে। এমন দাবি করে তারা অ্যাপলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। যার ফলে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের সিরিজ ৯ এবং আলট্রা ২ ওয়াচের বিক্রয়ের উপর প্রভাব পড়তে চলেছে।

Tags:    

Similar News