কম দামি স্মার্টওয়াচে এবার অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, Boult Rover Pro ভারতে লঞ্চ হল
ভারতীয় বাজারে লঞ্চ হল Boult Rover Pro স্মার্টওয়াচ। এটি গত ডিসেম্বর মাসে আত্মপ্রকাশ করা Boult Rover স্মার্টওয়াচের আপগ্রেটেড ভার্সন। আর ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে, একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড। সেই সঙ্গে ঘড়িটিতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Rover Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Boult Rover Pro-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Boult Rover Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। সংস্থাটি এর সাথে দিচ্ছে দুটি অতিরিক্ত ডিটাচেবল স্ট্র্যাপ। আর নতুন এই স্মার্টওয়াচ রিগাল এবং আইকন, দুটি ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে প্রথমটি ব্ল্যাক, ব্রাউন এবং ব্লু কালার অপশনে এবং দ্বিতীয়টি ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন এই ঘড়িটি।
Boult Rover Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Boult Rover Pro স্মার্টওয়াচটি গোলাকৃতির ডায়াল সহ এসেছে এবং এর ডান ধারে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল এবং ডিসপ্লেটি ১,০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। সেই সঙ্গে ঘড়িটিতে পাওয়া যাবে অলওয়েজ অন ডিসপ্লে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে উক্ত স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার। পাশাপাশি থাকছে হাইড্রেশন এবং সিডেন্ডারি রিমাইন্ডার। তদুপরি ঘড়িটিতে ১০০টি স্পোর্টস মোড সাপোর্ট করবে।
আর হ্যান্ডস ফ্রি ব্লুটুথ কলিংয়ের জন্য ওয়্যারেবলটিতে মাইক্রোফোন এবং স্পিকার বর্তমান। আবার এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। উপরন্তু সুরক্ষার জন্য এতে থাকছে কিউআর কোড এবং ৪ ডিজিট পিনের মাধ্যমে সাইন- ইন পদ্ধতি। তবে এখানেই শেষ নয়! স্মার্টওয়াচটির উল্লেখযোগ্য ফিচারগুলি হল বিল্ট-ইন মিনি গেম, ওয়েদার আপডেট, স্মার্ট নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন, এসওএস ইমার্জেন্সি অ্যালার্ট ইত্যাদি। এবার আসা যাক Boult Rover Pro স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।