১০ মিনিটের চার্জে চলবে ২৪ ঘন্টা, লঞ্চ হল Fire-Boltt Dynamite, Ninja Calling Pro স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থা Fire-Boltt ভারতে লঞ্চ করল Dynamite এবং Ninja Calling Pro নামের দুটি নতুন স্মার্টওয়াচ। উভয় স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তবে ফায়ারবোল্ট ডায়নামাইট মডেলটি IP68 রেটিং প্রাপ্ত হলেও, নিনজা কলিং প্রো স্মার্টওয়াচ IP67 রেটিংসহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Dynamite এবং Ninja Calling Pro স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য।
Fire-Boltt Dynamite এবং Ninja Calling Pro স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ফায়ারবোল্ট ডায়নামাইট স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। ঘড়িটি ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ফ্লিপকার্ট থেকে ক্রেতারা ১,৯৯৯ টাকায় কিনতে পারবেন ফায়ারবোল্ট নিনজা কলিং প্রো স্মার্টওয়াচটি। তবে উভয় স্মার্টওয়াচই সংস্থার নিজস্ব ওয়েবসাইটে উপলব্ধ।
Fire-Boltt Dynamite এবং Ninja Calling Pro স্মার্টওয়াচের স্পেসিফিকেশন
নবাগত ফায়ারবোল্ট ডায়নামাইট স্মার্টওয়াচটি ১.৮১ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যা ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর সাথে স্মার্টওয়াচটিতে রয়েছে ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, সিডেন্টারি রিমাইন্ডার এবং ওয়াটার রিমাইন্ডার। তাছাড়া ঘড়িটিতে রিসেন্ট কল লগ এবং ডায়াল প্যাড উপলব্ধ।
আবার নতুন এই স্মার্টওয়াচ ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২৪ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারবে। আবার একবার পুরোপুরি চার্জে ঘড়িটি ৫ থেকে ৮ দিন নরমাল মোডে এবং ১০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে পাওয়ার ব্যাকআপ দেবে। তদুপরি ঘড়িটিতে ১২৩টি স্পোর্টস মোড এবং SPo2, হার্ট রেট ও স্লিপ মনিটরের মতো বিভিন্ন হেলথ সেন্সর উপলব্ধ। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে Fire-Boltt Dynamite স্মার্টওয়াচ IP68 রেটিংসহ এসেছে।
অন্যদিকে, ফায়ারবোল্ট নিনজা কলিং প্রো স্মার্টওয়াচে আছে ১.৬৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এই ব্লুটুথ কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে বিল্ট-ইন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। শুধু তাই নয়, ঘড়িটিতে বিভিন্ন গেম উপলব্ধ। তার সাথে রয়েছে ১২০টি স্পোর্টস মোড, SPo2 মনিটর এবং হার্ট রেট মনিটর। সবশেষে জানাই, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে নতুন Ninja Calling Pro স্মার্টওয়াচ IP67 রেটিং প্রাপ্ত।