Google Pixel Watch 2 ও Pixel Buds Pro 2 ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে 36 ঘন্টা
টেক ব্র্যান্ড গুগল তাদের Made by Google ইভেন্টে Google Pixel 9 সিরিজের স্মার্টফোন ছাড়াও তৃতীয় প্রজন্মের স্মার্টওয়াচ Pixel Watch 3 লঞ্চ করেছে। এছাড়াও সংস্থাটি নতুন অডিও প্রোডাক্ট Pixel Buds Pro 2 বাজারে এনেছে। এই দুটি ডিভাইসই প্রিমিয়াম সেগমেন্টে এসেছে
এবং এগুলিতে একাধিক আপগ্রেড দেখা যাবে।
Pixel Watch 3 দুটি ডিসপ্লে সাইজে এসেছে এবং এতে Actua ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচের ডিসপ্লে 2000 নিকস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, যা আগের Watch 2 এর চেয়ে দ্বিগুণ ব্রাইট। এটি 36 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে বলে দাবি করা হয়েছে। এদিকে Buds 2 Pro-এ রয়েছে কোম্পানির ইন-হাউস টেনসর চিপ।
Pixel Watch 3 ও Pixel Buds Pro 2 এর দাম
ওয়াইফাই কানেক্টিভিটির সাথে আসা Pixel Watch 3 এর দাম 41 মিমি মডেলের জন্য 39,900 টাকা এবং 45 মিমি মডেলের জন্য 43,900 টাকা রাখা হয়েছে। এই দুটি মডেল হ্যাজেল, অবসিডিয়ান কালারে পাওয়া যাবে। এছাড়াও 41 মিমি ভ্যারিয়েন্টে পিঙ্ক কালারেও উপলব্ধ। অন্যদিকে Pixel Buds Pro 2 এর দাম 22,900 টাকা এবং এটি অ্যালয়, চারকোল, হট পিঙ্ক কালারে এসেছে।
22 আগস্ট থেকে ভারতের বাজারে এগুলির বিক্রি শুরু হবে এবং ফ্লিপকার্ট ছাড়াও রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা রিটেল আউটলেট থেকে স্মার্টওয়াচ ও ইয়ারবাডটি কেনা যাবে।
Google Pixel Watch 3 ও Buds Pro 2 এর স্পেসিফিকেশন ও ফিচার
নতুন স্মার্টওয়াচে আছে 41 মিমি এবং 45 মিমি সাইজের Actua অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লে আগের মডেলের তুলনায় 16 শতাংশ পাতলা বেজেল অফার করে। অনেক হেলথ ও ফিটনেস ফিচারের পাশাপাশি এটি 24 ঘণ্টা অলওয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার সহ এসেছে এবং এটি একবার চার্জে 36 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। দাবি করা হচ্ছে, Watch 2 এর তুলনায় এর চার্জিং স্পিডও আপগ্রেড করা হয়েছে।
Pixel Buds Pro 2 ইয়ারবাডসে টেনসর এ1 চিপ দেওয়া হয়েছে, যার সাহায্যে অডিও প্রসেসিং 90 গুণ পর্যন্ত দ্রুত হবে বলে জানা গেছে। উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ছাড়াও গুগলের সাইলেন্ট সিল 2.0 প্রযুক্তি এতে সাপোর্ট করবে। আবার এতে থাকা 11 মিমি ড্রাইভার গান শোনার অভিজ্ঞতা উন্নত করবে।