বিক্রি শুরু হল OnePlus Watch 2R স্মার্টওয়াচের, অ্যামোলেড ডিসপ্লে সহ রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা
ভারতীয় বাজারে ওয়ানপ্লাস ওয়াচ ২ আর স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি ফরেস্ট গ্রিন এবং গান মেটাল গ্রে এই দুটি কালার অপশনে এসেছে।
ভারতীয় বাজারে পা রাখল ওয়ানপ্লাস সংস্থার নতুন ওয়াচ ২আর স্মার্টওয়াচ। একাধিক আকর্ষণীয় ফিচার সহ আসা হালকা ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম বডি। পাশাপাশি এতে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা, জিপিএস এবং ১০০টির বেশি স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন ওয়ানপ্লাস ওয়াচ ২ আর স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি ফরেস্ট গ্রিন এবং গান মেটাল গ্রে এই দুটি কালার অপশনে এসেছে। আজ ২০ জুলাই থেকে ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ওয়ানপ্লাস স্টোর থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি।
ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচটি ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য একেবারেই হালকা ডিজাইনে এসেছে। আর ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এটি স্ন্যাপড্রাগন ডব্লিউ ৫ প্রসেসর সহ ওয়েব ওএস দ্বারা চালিত। সেই সঙ্গে এতে দেওয়া হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১০০০ নিট উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া ব্যবহারকারীরা ঘড়িটিতে সরাসরি নোটিফিকেশন, মেসেজ দেখতে পাবেন এবং ঘড়ি থেকে সরাসরি কল করতে পারবেন।
আবার ওয়্যারেবলটিতে থাকছে ৩২ জিবি স্টোরেজ, ফলে ইউটিউব মিউজিক থেকে পছন্দমত গান এখানে ডাউনলোড করে রাখা যাবে। আবার চাইলে ঘড়িটিকে ব্লুটুথের মাধ্যমে ইয়ারবাডের সাথেও যুক্ত করা যাবে। তাই ওয়ার্কআউটের সময় স্বাচ্ছন্দ্যের সাথে ঘড়িটি থেকে কল করা কিংবা গান শোনা সম্ভব।
এখানেই শেষ নয়। ফিটনেস প্রেমীদের জন্য ঘড়িটিতে রয়েছে ইন্টিগ্রেটেড গুগল হেলথ কানেক্ট এবং স্ট্রাভা সিঙ্ক ফিটনেস ট্র্যাকার, যার মাধ্যমে ১০০টিরও বেশি স্পোর্টস মোড ঘড়িটি সাপোর্ট করতে পারবে। এর পাশাপাশি থাকছে জিপিএস কানেক্টর।
এবার আসা যাক ওয়ানপ্লাস ওয়াচ ২ আর স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১০০ ঘন্টা পর্যন্ত স্মার্ট মোডে এবং ১২দিন পর্যন্ত পাওয়ার সেভার মোডে ঘড়িটিকে সক্রিয় রাখবে। তদুপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ডিভাইসটি ৫ এটিএম এবং আইপি৬৮ রেটিং সহ এসেছে।