Redmi Note 13 সিরিজের সাথে বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Redmi Watch 4 স্মার্টওয়াচ ও Buds 5 ইয়ারফোন
আজ অর্থাৎ ৪ জানুয়ারি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে Xiaomi ব্র্যান্ডের নতুন Redmi Note 13 সিরিজের স্মার্টফোন। আর এই মাসের মাঝামাঝি বিশ্ববাজারে এই লাইনআপ লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। এর পাশাপাশি Redmi Watch 4, Redmi Buds 5 এবং Redmi Buds 5 Pro ডিভাইস তিনটিও বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। কোম্পানির অফিসিয়াল গ্লোবাল ওয়েবসাইটে ডিভাইসগুলির জন্য নতুন ওয়েবপেজ দেখা গেছে।
Redmi Watch 4, Redmi Buds 5 এবং Redmi Buds 5 Pro -এর ফিচার
Redmi Watch 4 স্মার্টওয়াচে রয়েছে ১.৯৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটি ১৫০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে। সেই সঙ্গে ঘড়িটিতে থাকছে জিপিএস সাপোর্ট, পিপিজি সেন্সর এবং দীর্ঘ ২০ দিনের ব্যাটারি লাইফ। এই স্মার্টওয়াচটি চীনে হাইপারওএস এবং জল প্রতিরোধী অ্যালুমিনিয়াম বডি ও IP68 রেটিং সহ লঞ্চ হয়েছে।
অন্যদিকে, Redmi Buds 5 সিরিজের অধীনে দুটি হেয়ারেবল ডিভাইস আনতে চলেছে সংস্থাটি। এর মধ্যে একটি বেস মডেল এবং একটি প্রো ভ্যারিয়েন্ট। এই সিরিজের বেস মডেলটি চীনে গত বছরের সেপ্টেম্বর মাসে এবং প্রো ভ্যারিয়েন্ট নভেম্বর মাসে আত্মপ্রকাশ করে।
Redmi Buds 5 ইয়ারবাড ৪৬ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং এবং Redmi Buds 5 Pro ইয়ারবাডটি ৫২ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। আবার উভয় ইয়ারফোন ডুয়াল ড্রাইভার এবং এলএইচডিসি ৫.০ সাপোর্ট সহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, Redmi Buds 5 ইয়ারবাড একবার চার্জে ৪০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সেক্ষেত্রে Buds 5 Pro ইয়ারবাডটি একবার চার্জে ৩৮ ঘণ্টা পর্যন্ত চলবে।