Smartwatch: হাতের ঘড়ি থেকেই হবে ফোন, ৩,০০০ টাকা কমে কিনুন এই দুর্দান্ত স্মার্টওয়াচগুলি
বর্তমান ডিজিটাল জীবনে অধিকাংশই হাতে ভালো স্মার্টওয়াচ রাখতে পছন্দ করছেন। কারণ এই আধুনিক ঘড়িগুলি স্টাইলিশ তো বটেই, তার সাথে এর নানাবিধ উন্নত ফিচারও (যেমন হেল্থ ট্র্যাকিং, কলিং ইত্যাদি) বেশ কাজের। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি ভাল এবং ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে কিছু সস্তা বিকল্পের সন্ধান। আসলে কেবল বেশি দাম দিয়ে স্মার্টওয়াচ কিনলেই যে আপনার প্রয়োজন পূরণ হবে তা নয়; বরঞ্চ এখন Realme, Noise, boAt, Boult এবং Fire Boltt-এর মত অনেক কোম্পানি কম দামে ভালো ফিচারযুক্ত স্মার্টওয়াচ বিক্রি করছে। তাই আপনি যদি কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন বিশিষ্ট একটি ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ কিনতে চান, তবে এই প্রতিবেদনটি আপনার অত্যন্ত কাজে আসবে; এতে আপনি ৩,০০০ টাকার কমে উপলব্ধ কয়েকটি সেরা স্মার্টওয়াচ সম্পর্কে জানতে পারবেন।
৩,০০০ টাকার কম খরচ করে এই স্মার্টওয়াচগুলি কিনলে হবে দারুণ ফায়দা
১. Fire Boltt Ring 2: ফায়ার বোল্টের এই স্মার্টওয়াচটি ৯,৯৯৯ টাকা দামে লঞ্চ হয়েছিল, কিন্তু এখন এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২,৪৯৯ টাকা এবং ফ্লিপকার্ট (Flipkart) থেকে ২,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে। ফিচার বলতে, ব্লুটুথ কলিংয়ের সুবিধাযুক্ত স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৬৯ ইঞ্চি এইচডি টাচ ডিসপ্লে। এটি আইপি৬৭ (IP67) রেটিং বিশিষ্ট এবং এতে সাত দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ফায়ার-বোল্ট রিং ২ মডেল কুইক ডায়াল প্যাড, SpO2 ট্র্যাকিং, রক্তচাপ মনিটরিং এবং হার্ট রেট ট্র্যাকিংয়ের ফিচার অফার করবে। আগ্রহীরা এই ঘড়িটি কালো, নীল, গোলাপী এবং রুপোলি রঙে কিনতে পারবেন।
২. boAt Strom Call: এই আধুনিক ঘড়িটির এমআরপি (MRP) ৭,৯৯০ টাকা, তবে ফ্লিপকার্টে এটি মাত্র ২,১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার আগ্রহীরা লিমিটেড পিরিয়ড অফারে সংস্থার ওয়েবসাইট থেকে স্মার্টওয়াচটি ১,৯৯৯ টাকায় পেতে পারেন। বোট স্টর্ম কলে কলিং ফিচার ছাড়াও ১.৬৯ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ডি কার্ড টাচ স্ক্রিন, ১০ দিনের রানটাইম এবং আইপি৬৮ (IP68) রেটিংয়ের সুবিধা রয়েছে। অন্যদিকে এটি কল হার্ট রেট এবং SpO2 সেন্সরও বহন করে।
৩. Noise ColorFit Icon 2: ৫,৯৯৯ টাকা দামী এই স্মার্টওয়াচটি এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে ২,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ঘড়িতে ব্লুটুথ কলিং সুবিধা তো পাওয়া যায়ই, তাছাড়াও এতে ১.৮ ইঞ্চি ডিসপ্লে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ১০০টিরও বেশি ওয়াচ ফেস, এবং ইনবিল্ট গেমসের বিকল্প প্রদান করে। উপরন্তু নয়েজ স্মার্টওয়াচটিতে হার্ট রেট ট্র্যাকিং, ঘুম মনিটরিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের মত অনেক স্বাস্থ্য সম্বন্ধিত ফিচারও বর্তমান।