Tablet: 8100 টাকায় 10 ইঞ্চি স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি! সস্তায় দুর্দান্ত ট্যাবের আগমনে হৈচৈ

Update: 2023-06-04 11:01 GMT

বিখ্যাত ট্যাবলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অলডোকিউব (Alldocube) চীনে একটি নতুন ট্যাবলেট নিয়ে হাজির হয়েছে, যার নাম iPlay 50 2023। এটি সস্তায় বেশ কয়েকটি উচ্চ-স্তরের স্পেসিফিকেশন অফার করে, যার মধ্যে রয়েছে 2K রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে, ১২৮ জিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আসুন তাএই নবাগত ট্যাবলেটটির মূল্য ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Alldocube iPlay 50 2023: স্পেসিফিকেশন ও মূল্য

অলডোকিউব আইপ্লে ৫০ ২০২৩-তে ২,০০০×১,২০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ১০.৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। ট্যাবটিটিতে ইউনিসকের অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ডিভাইসটিতে ৮ জিবি ভার্চুয়াল মেমরি সাপোর্টও মিলবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই নয়া ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কাস্টমাইজড অলডোকিউব ওএস (ALLDOCUBE OS)-এ রান করে। এর প্রসেসরটি সফ্টওয়্যার লার্নিংয়ের জন্য অপ্টিমাইজ করা হয়েছে এবং প্যারেন্টাল কন্ট্রোল ফাংশন, ফ্রি স্প্লিট স্ক্রিন এবং প্যারালাল হরাইজন সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Alldocube iPlay 50 2023 -এ একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iPlay 50 2023-তে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ট্যাবের ব্যাটারিটি চার্জ হয়, যা দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা দেয়। এছাড়াও, ডিভাইসটিতে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক রয়েছে যা ওয়্যারলেসের পাশাপাশি ওয়্যার্ড হেডফোন ব্যবহার করা সম্ভব করে তোলে।

এই মুহূর্তে, Alldocube iPlay 50 2023 লার্নিং ট্যাবলেটটি রিজার্ভেশনের জন্য জিংডং ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ। ট্যাবলেটটির দাম মাত্র 699 ইউয়ান (প্রায় ৮,১৩০ টাকা) যা স্পেসিফিকেশন বিবেচনা করলে, বেশ সস্তা। ভারতে এই ট্যাব লঞ্চ হলে কিনা, তা এখনও জানা যায়নি।

Tags:    

Similar News