ট্যাবলেট কিনবেন? সীমিত সময়ের জন্য সস্তা হল Apple iPad

By :  PUJA
Update: 2024-08-26 08:50 GMT

বাড়ির বা অফিসের কাজের জন্য ট্যাবলেট কিনতে চাইলে সুখবর। Apple iPad এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। Apple iPad এর দশম জেনারেশন বর্তমানে ফ্লিপকার্টে 30,000 টাকারও কম দামে বিক্রি হচ্ছে। তবে এরজন্য আপনাকে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে হবে। আসুন কীভাবে কম দামে কিনবেন Apple iPad।

Apple iPad 10th Gen কম দামে পাওয়া যাচ্ছে

ফ্লিপকার্ট বর্তমানে আইপ্যাড এর দশম জেনারেশনের 64 জিবি (ওয়াই-ফাই অনলি) মডেলটি 34,500 টাকায় বিক্রি করছে। এর আসল দাম 34,999 টাকা। আইপ্যাডটি পিঙ্ক, ইয়েলো, ব্লু ও সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। তবে ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে আরও 1500 টাকা ছাড় পাওয়া যাবে। আপনার কাছে HDFC, IDFC, OneCard এর কার্ড থাকলে এই সুবিধা পাবেন। এছাড়া এই মডেলে 27,000 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

এদিকে Apple iPad এর 256 জিবি (Wi-Fi + 5G) মডেলটি মাত্র 60,500 টাকায় বিক্রি হচ্ছে। এর আসল দাম 65,900 টাকা। আবার ব্যাঙ্ক অফারে 2750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও এই মডেলের সাথে 30,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Apple iPad 10th Gen এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন

অ্যাপল আইপ্যাড দশম জেনারেশন মডেলে 10.9-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, এটি ফ্লাট এজ সহ স্মুথ আধুনিক ডিজাইন অফার করে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল রয়েছে। এই অ্যাপল আইপ্যাডে ইউএসবি টাইপ-সি ইন্টারফেস উপস্থিত।

আবার এই আইপ্যাডে ব্যবহার করা হয়েছে এ14 বায়োনিক চিপসেট, এটি প্রসেসর আইফোন 12 সিরিজেও পাওয়া যায়। ক্যামেরার কথা বললে এতে আছে 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Tags:    

Similar News