Honor MagicPad 13: দুর্ধর্ষ ট্যাব আনল অনর, বিশ্বের প্রথম IMX ডিসপ্লে সহ আছে অনবদ্য সব ফিচার্স
অনর (Honor) গতকালই তাদের বহু প্রতীক্ষিত Magic V2 লঞ্চ করেচে। Huawei Mate X3-কে পিছনে ফেলে, বর্তমানে বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে এটি। গতকালের লঞ্চ ইভেন্টে এই ফোনটির পাশাপাশি হুয়াওয়ে নতুন হাই-এন্ড Honor MagicPad 13 ট্যাবলেট লঞ্চ করেছে। যা আকষর্ণীয় ডিজাইনের সাথে এসেছে এবং Qualcomm Snapdragon 888 প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে এবং ১৬ জিবি র্যাম অফার করে। আসুন তাহলে Honor MagicPad 13-এর স্পেসিফিকেশন এবং মূল্য দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Honor MagicPad 13: স্পেসিফিকেশন
অনর নতুন প্রিমিয়াম ট্যাবলেট, ম্যাজিকপ্যাড ১৩-এ অনর ৯০ সিরিজের মতো ডিজাইন রয়েছে। এটিতে একটি অনুরূপ ক্যামেরা মডিউল এবং সামনের দিকে পাতলা বেজেল দেখা যায়। ডিভাইসটিতে ১৩ ইঞ্চির 2.8K আল্ট্রা-ক্লিয়ার আইম্যাক্স এক্সটেন্ডেড ডিসপ্লে রয়েছে। এর কালার অ্যাকুরেসি ∆E<1, যা প্রথমবার কোনও এলসিডি প্যানেলে দেখা গেল। প্যানেলটি ২,৮৮০×১,৮৪০-এর রেজোলিউশন, ১৪৪ হার্টজ অ্যাডাপ্টেড রিফ্রেশ রেট, ৭০০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এইচডিআর১০ সাপোর্ট সহ দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স দেবে ট্যাবটি।
অনর ম্যাজিকপ্যাড ১৩ গত বেশ পুরনো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট সহ এসেছে৷ ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত প্রসেসরটিতে হিটিংয়ের সমস্যাও দেখা যেতে পারে৷ তবে মাল্টিটাস্কিং ভালভাবেই হ্যান্ডেল করতে পারবে। অনরের এই ট্যাবটি ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।
ফটোগ্রাফির জন্য, Honor MagicPad 13-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৯ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে রয়েছে বিশাল বড় ১০,০৫০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও Honor MagicPad 13 ইন্ডাস্ট্রির প্রথম থ্রিডি bear-ear স্পেসিয়াল অডিওর সাথে এসেছে। আটটি স্পিকার-লেভেলের সাবউফারগুলি ব্যবহারকারীদের ইয়ারফোন প্লাগ-ইন না করেই স্পেসিয়াল অডিও উপভোগ করতে দেবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, MagicPad 13 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ সফ্টওয়্যার ভার্সনে রান করে। এই ট্যাবে অনর ডকস (Honor Docs)-এর মতো কিছু প্রোডাক্টিভিটি অ্যাপ প্যাক করেছে, যেগুলি মাইক্রোসফ্ট অফিস স্যুটের মতোই কাজ করে। MagicPad 13-4 এর ওজন ৬৬০ গ্রাম এবং ৬.৪ মিলিমিটার পাতলা।
Honor MagicPad 13: মূল্য এবং লভ্য
Honor MagicPad 13-এর শুধুমাত্র চীনের ক্রেতাদের জন্য গতকাল থেকেই প্রি-সেলের জন্য উপলব্ধ রয়েছে। চীনের বাইরে কবে আসবে, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ট্যাবলেটটি তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে। এগুলির মূল্য নিম্নরূপ -
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৩০০ টাকা)
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৭০০ টাকা)
১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৩০০ টাকা)