তিন বছর নিশ্চিত আপডেট, শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে-সহ Lenovo-র নয়া ট্যাব বাজারে

Update: 2022-12-07 13:25 GMT

Lenovo Tab M8 (4th Gen) ট্যাবলেটটি আজ (৭ ডিসেম্বর) জাপানের মার্কেটে লঞ্চ হয়েছে। এটি গতবছর জুনে বাজারে আত্মপ্রকাশ করা Lenovo Tab M8 (3rd Gen)-এর আপগ্রেড ভার্সন। এই চতুর্থ প্রজন্মের মডেলটি তার পূর্বসূরিদের মতোই কমপ্যাক্ট এবং স্লিম ডিজাইন অফার করে। এছাড়াও, এতে মিলবে ট্যাব ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, MediaTek Helio A22 প্রসেসর, ৫ মেগাপিক্সেলের রিয়ার-ফেসিং ক্যামেরা এবং শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে Lenovo Tab M8 (4th Gen)-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

লেনোভো ট্যাব এম৮ (চতুর্থ প্রজন্ম)-এর মূল্য এবং লভ্যতা - Lenovo Tab M8 (4th Gen) Price and Availability

জাপানের বাজারে লেনোভো ট্যাব এম৮ (চতুর্থ প্রজন্ম)-এর ওনলি ওয়াই-ফাই মডেলের দাম রাখা হয়েছে ২৩,৮০০ ইয়েন (প্রায় ১৪,৩০০ টাকা)। আবার, এর এলটিই সংস্করণের দাম ২৬,৮০০ ইয়েন (প্রায় ১৬,১০০ টাকা)। জাপানে ট্যাবলেটটি শুধুমাত্র আর্কটিক গ্রে কালারে উপলব্ধ। তবে অন্যান্য বাজারে, এটি আর্কটিক গ্রে এবং অ্যাবিস ব্লু - এই দুই কালার অপশনে পাওয়া যাবে।

লেনোভো ট্যাব এম৮ (চতুর্থ প্রজন্ম)-এর স্পেসিফিকেশন এবং ফিচার - Lenovo Tab M8 (4th Gen) Specifications and Features

লেনোভো ট্যাব এম৮ (চতুর্থ প্রজন্ম)-এ ৮ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে যা ১,২৮০ x ৮০০ পিক্সেলের এইচডি রেজোলিউশন অফার করে। এতে চোখের ওপর চাপ পড়া এবং ক্ষতিকর ব্লু লাইট থেকে সুরক্ষার জন্য বিশেষ আই কেয়ার মোড মিলবে। এই লেনোভো ট্যাবটি মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আর অতিরিক্ত স্টোরেজের জন্য, এই ট্যাবলেটে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। লেনোভো ট্যাব এম৮ (চতুর্থ প্রজন্ম) অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের নিয়ার স্টক সংস্করণে রান করে। লেনোভো নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।

ফটোগ্রাফির জন্য, Lenovo Tab M8 (4th Gen)-এ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এবং একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। নিরাপত্তার জন্য, এটি ফেস আনলক ফিচারটি সাপোর্ট করে। আর অডিওর জন্য, Tab M8 (4th Gen) ব্যবহারকারীদের ডুয়েল স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Lenovo Tab M8 (4th Gen) ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। কোম্পানির দাবি, ট্যাবলেটটি সম্পূর্ণ চার্জে ১৬ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। নতুন ট্যাবটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে এলটিই সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং একটি ইউএসবি-সি (USB 2.0) পোর্ট। সবশেষে, ডিভাইসটির পরিমাপ ১৯৭.৯৭ x ১১৯.৮২ x ৮.৯৫ মিলিমিটার এবং ওজন প্রায় ৩২০ গ্রাম।

Tags:    

Similar News