Lenovo Tab Plus: সুমধুর আওয়াজে মোহিত হবেন, বিশাল চমকের সঙ্গে আসছে লেনেভোর নতুন ট্যাব

Update: 2024-05-20 11:04 GMT

নতুন Lenovo Tab Plus 2024 নামে একটি নতুন ট্যাবলেট শীঘ্রই বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর এখন ট্যাবটি গুগল প্লে কনসোল (Google Play Console) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সহ বিভিন্ন সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করেছে। উল্লেখযোগ্যভাবে, আপকামিং ট্যাবলেটটি Lenovo Xiaoxin Pad Studio ট্যাবের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে, যা গত সপ্তাহেই চীনে আত্মপ্রকাশ করেছে। আসন্ন এই ট্যাবটির মূল আকর্ষণ হতে চলেছে এর অডিও সিস্টেম। আসুন তাহলে Lenovo Tab Plus 2024 সর্ম্পকে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Lenovo Tab Plus 2024 শীঘ্রই পা রাখতে চলেছে গ্লোবাল মার্কেটে

লেনোভো ট্যাব প্লাস ২০২৪ মডেলটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং এআরএম মালি জি৫৭ জিপিইউ সহ আসবে। এতে ৮ জিবি র‍্যাম মিলবে এবং ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। ডিসপ্লেটি ১,২০০×২,০০০ পিক্সেলের রেজোলিউশন এবং ২৪০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে, যা পরিষ্কার এবং ডিটেইলস যুক্ত ভিজ্যুয়ালের জন্য ডিজাইন করা হয়েছে।

লেনোভো ট্যাব প্লাস ২০২৪ ট্যাবের ডিজাইনে বৃত্তাকার টপ এজগুলি রয়েছে যার ভলিউম এবং পাওয়ার বাটনগুলি অ্যাক্সেসেবিলিটির জন্য ওপরে দিকে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের নথি থেকে লেনোভো ট্যাব প্লাস ২০২৪ ট্যাবলেটের রিয়ার প্যানেলের ডিজাইনের আভাস পাওয়া গেছে, যদিও সম্পূর্ণ লুকটি প্রকাশ করা হয়নি। আর চায়না কম্পালসারি সার্টিফিকেশন অনুযায়ী, ট্যাবলেটটি একটি ৪৫ ওয়াট চার্জার সহ আসবে।

এই সার্টিফিকেশনগুলি তালিকা থেকে, এটা স্পষ্ট যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা ট্যাবলেটটি দেখতে চীনের লেনোভো শাওশিন প্যাড স্টুডিওর মতো হবে। এমনকি আশা করা হচ্ছে যে, লেনোভো ট্যাব প্লাস ২০২৪ সদ্য চীনে উন্মোচিত ট্যাবটির অনুরূপ স্পেসিফিকেশনও অফার করবে। আসুন তাহলে এগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Lenovo Xiaoxin Pad Studio: স্পেসিফিকেশন

Lenovo Xiaoxin Pad Studio-তে ২,০০০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১.৫ ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে। এর ডিসপ্লে স্টাইলাস ইনপুট সাপোর্ট করে, যা এটিকে নোট নেওয়া এবং আঁকার জন্য আদর্শ করে তোলে। এই ট্যাবটি MediaTek Helio G99 প্রসেসরে চলে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত৷

অডিওর জন্য, লেনোভো একটি উচ্চ-মানের স্পিকার সিস্টেম ইন্টিগ্রেট করতে জেবিএল (JBL)-এর সাথে জুটি বেঁধেছে। এই স্পিকার সিস্টেমের মধ্যে আটটি স্পিকার রয়েছে, এগুলি হল চারটি টুইটার এবং চারটি মিড-বেস ক্রসওভার ইউনিট। এই সেটআপটি ডলবি অ্যাটমস (Dolby Atmos) এবং হাই-রেস অডিও (Hi-Res Audio) সার্টিফিকেশন দ্বারা এনহ্যান্সড করা হয়েছে, যা একটি অসাধারন ২৬ ওয়াট অডিও পাওয়ার অফার করে।

Tags:    

Similar News